রাজপথে অকুতোভয় রাহুল গান্ধী –প্রিয়াঙ্কা গান্ধী, হরিশ রাওয়াত,অধীর চৌধুরী, বেনুগোপালরা গ্রেফতার।

নিজস্ব সংবাদদাতা, নয়া দিল্লি,১৩ জুনঃ

দিল্লির রাজপথ কাঁপছে। অকুতোভয় রাহুল গান্ধী ইডি দফতরে যখন হাজিরা দিতে উপস্থিত বাইরে তখন রাজধানীর রাজপথে রাজনৈতিক ভাবে অহিংস প্রতিবাদে সামিল হয়েছেন কংগ্রেসের তাবড়-তাবড় নেতা, লোকসভা-রাজ্যসভার সমস্ত সাংসদরা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা, কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব সহ হাজার হাজার কংগ্রেস সমর্থক।

ওদিকে আজ বিজেপির প্রতিহিংসার রাজনীতির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন প্রিয়াঙ্কা গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী, হরিশ রাওয়াত, কে.সি.বেনুগোপাল সহ আরো অনেকে। গ্রেফতার হওয়ার সময় অধীর বাবু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গ্রেফতার করে কংগ্রেসকে দাবিয়ে রাখা যাবেনা, লড়াই চলবেই। দিল্লির পাশাপাশি দেশের প্রতিটি রাজ্যে আজ ইডি দফতরগুলির সামনে কংগ্রেস কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করবেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত

পশ্চিমবঙ্গেও সল্টলেকে ইডি দফতরের সামনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচী শুরু হয়েছে।উল্লেখ্য সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়ে দিল্লির শেঠ গঙ্গারাম হাসপাতালে ভর্তি, তার মধ্যেই পুত্র রাহুল আজ ইডি দফতরে হাজির। সাম্প্রতিক সময়ে বিজেপি ও আর এস এস-এর বিভেদকামী রাজনীতি, দেশে বেড়া চলা বেকারত্ব, চীনা আগ্রাসন, কৃষক বিরোধী কৃষি আইন, দেশের অর্থনৈতিক দুরবস্থা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে রাহুল গান্ধী যেভাবে সরব হয়ে মানুষকে সংগঠিত করার প্রয়াস চালাচ্ছেন, তাতেই ভীত হয়ে মোদি সরকার রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করছে বলেই রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *