দেশের বেকার যুবকদের ‘অগ্নিপথ’-এ ঠেলে দিয়ে তাদের অগ্নিপরীক্ষা নেওয়ার মতো ভুল করবেন না–মোদিকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর।

নিজস্ব প্রতিবেদনঃ

সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে মোদি সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পকে ঘিরে সারা দেশে বেকার যুবক-যুবতীদের মধ্যে অসন্তোষ ক্রমেই দানা বাঁধছে। ‘অগ্নিপথ’ প্রকল্প অনুযায়ী ‘অগ্নিবীর’ সার্টিফিকেট পাওয়া ২৫ শতাংশকে নিয়োগ করা হবে সেনাবাহিনীতে। এই ২৫ শতাংশের নিয়োগ কি সংঘ পরিবারের নির্দেশ অনুযায়ী করা হবে? সেনাবাহিনীতে কি বেছে বেছে আর এস এস -এর লোকজনকে নিয়োগ করার পরিকল্পনা করছে মোদি সরকার? এমন হাজারো প্রশ্নের সাথে সাথে চাকরির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন একটা অংশ। সম্প্রতি এই প্রকল্পকে কেন্দ্র করে বিহার অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশের বিভিন্ন অংশ থেকে নানা বিক্ষোভ ও হিংসার ঘটনারও খবর পাওয়া যাচ্ছে। এসবের জন্য রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে সামাজিক মাধ্যমে বলেছেন –” এই সরকার বেকার যুবক থেকে শুরু করে সৈনিক কাউকেই প্রকৃত সম্মান প্রদর্শন করতে পারে নি।” নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল গান্ধী আরো বলেছেন –” মোদিজি, এভাবে দেশের বেকার সম্প্রদায়ের অগ্নিপরীক্ষা” নিয়ে চলেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *