লালবাহাদুর স্মরণে

ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর আজ জন্মদিন। প্রায় দেড় বছর দেশের এক কঠিন সময় প্রধানমন্ত্রী হন লালবাহাদুর। ১৯৬৪ সালে নেহরুর মৃত্যুর পর দেশের অর্থনীতিতে ও রাজনীতিতেও বেশ কিছুটা হলেও টালমাটাল অবস্থা। নেহরুর মতো মহিরূহের মৃত্যু এক গভীর সঙ্কটের সৃষ্টি করেছিলো, তার ওপর অর্থনৈতিক এবং কৃষিক্ষেত্রে পরিস্থিতি কিছুটা বেকায়দায়। দুবছর আগের চিনের সঙ্গে যুদ্ধে বিপর্যয় পরিস্থিতি আরও ঘোরালো করে তুলেছিলো। এমন অবস্থায় লালবাহাদুর দেশের নেতৃত্ব গ্রহন করে ডাক দিলেন তার সেই বিখ্যাত স্লোগান “জয় জওয়ান, জয় কিষাণ”। অর্থনৈতিক পরিস্থিতির কারনে তিনি সেই সময়েই করে কিছুটা মুক্ত অর্থনীতির পথে চলতে চেয়েছিলেন। ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে আবার এক যুদ্ধে লিপ্ত হতে হয় দেশকে। সফলতার সঙ্গেই তিনি তার দায়িত্ব পালন। এরপর যুদ্ধ বিরতি হলে তাসখন্দে শান্তিচুক্তি স্বাক্ষর করার ওরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

অত্যন্ত গরীব কৃষক পরিবারে তিনি জন্মগ্রহন করেছিলেন কিন্তু তার গরীবিকে তিনি এখনকার প্রধানমন্ত্রীর মতো বাজারি পন্য করেননি। এখামেই তার মাহাত্ম্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *