কবি মন্দাক্রান্তা হাঁটলেন অধীর চৌধুরীর সঙ্গে

নিজস্ব সংবাদদাতা,বারাসাত, ৪ ঠা জানুয়ারী’২৩ঃ

যাত্রার অষ্টম দিনে কবি মন্দাক্রান্তা সেনের মতো ব্যক্তিত্ব সাগর থেকে পাহাড় পদযাত্রায় যোগ দিলেন। বুধবার সকালে উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রাম চৌমাথা থেকে পদযাত্রা শুরু হয় লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে। সঙ্গে ছিলেন ‘সাগর থেকে পাহাড়’ পদযাত্রার কো-অর্ডিনেটর সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বুধবার যাত্রার সূচনাতেই এসে পৌঁছান এই সময়ের অন্যতম প্রতিবাদী কন্ঠ কবি মন্দাক্রান্তা সেন,আগাগোড়া হাঁটেন তিনি। উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস ( গ্রামীণ)-এর সভাপতি অমিত মজুমদারের সুযোগ্য ব্যবস্থাপনায় এদিনের পদযাত্রা যতই এগিয়েছে ততই তা জনপ্লাবনে পরিণত হয়েছে। পথের দু’ধারে কাতারে কাতারে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে কেউ কেউ পদযাত্রার মধ্যে ঢুকে পড়ে জননেতা অধীর চৌধুরীর সঙ্গে করমর্দন করেন, কেউ হাঁটেন, কেউ আবার সেলফি তোলারও আবদার করেন। অধীর বাবু হাসিমুখে সবার আবদার রাখেন। বুধবার সকালে মধ্যমগ্রাম চৌমাথা থেকে বারাসাত এবং ময়না হয়ে পদযাত্রা শেষ হয় আমডাঙায়। এদিনের পদযাত্রায় শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, প্রীতম ঘোষ, সুব্রতা দত্ত,তাপস মজুমদার, সৌরভ প্রসাদ, সুমন রায় চৌধুরী, সালাউদ্দিন ঘরামী, পাপাই ঘোষ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন। জেলা কংগ্রেস সভাপতি অমিত মজুমদারের নেতৃত্বে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস ( গ্রামীণ)-এর সর্বস্তরের কংগ্রেস নেতা-কর্মীরা এবং দলের সমস্ত শাখা সংগঠনের নেতা-কর্মীরা এদিনের পদযাত্রা সফল করার লক্ষে ঝাঁপিয়ে পড়েন। ৫ ই জানুয়ারী নদীয়ায় প্রবেশ করবে এই পদযাত্রা। বৃহস্পতিবার নদীয়ার জাগুলি- আনন্দপুর থেকে চাকদহ পর্যন্ত হাঁটবেন পদযাত্রীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *