দক্ষিন কলকাতার বিভিন্ন জায়গায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভঃ

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা;২৫শে মে :

আজ নিখিল ভারত কংগ্রেস কমিটি ও প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে দক্ষিন কলকাতা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে পেট্রোল, ডিজেল,রান্নার গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় গরিয়াহাট মোড় ও লেক মলের সামনে।

উপস্থিত ছিলেন সৌম আইচরায়,আশুতোষ চ্যাটার্জী,দেবজ্যোতি দাস সহ কংগ্রেস নেতৃবৃন্দ।বক্তারা কেন্দ্র ও রাজ্যকে নিশানা করে বলেন এ যেন এক প্রতিযোগিতা চলছে কে কত জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগনের দুর্ভোগ বাড়ানো যায়।ইউপিএর আমলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি বর্তমান সময়ের চেয়ে দ্বিগুণ হওয়া সত্ত্বেও মনমোহন সিং এর সরকার পেট্রলের দাম ৭০ টাকার আশেপাশে বেঁধে রেখেছিলেন।বর্তমানে গরীব মানুষের ব্যবহার্য কেরোসিনের দাম রেশন দোকানে হয়ে গেছে লিটারপ্রতি ৮২ টাকা।অথচ বছরখানেক আগে এই দাম নেমে এসেছিল ১৬ টাকায়।গরীব, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন যে সরকার তার বিরুদ্ধে জনতাকে রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দেন উপস্থিত কংগ্রেস নেতারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *