অবশেষে সিবিআই দপ্তরে হাজির পার্থ চট্টোপাধ্যায়

সুমন রায় চৌধুরীর বিশেষ প্রতিবেদনঃ

এস এস সি নিয়োগ দুর্নীতি মামলায় সি বি আই তদন্ত নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কেই ডিভিশন বেঞ্চ বজায় রাখলেন। সাম্প্রতিক অতীতে প্রাক্তন বিচারপতি রণজিৎ কুমার বাগ কমিটি SSC মামলার ক্ষেত্রে কিছু সুপারিশ করেছিলেন , এবার সরাসরি মামলা CBI এর হাথে চলে গেলো । যদিও মন্ত্রী পরেশ অধিকার জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্য পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখার ফলে , পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে সিবিআই হাজিরা এড়িয়ে যাওয়া কোনো রাস্তা রইলো না । যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত খবর যে পার্থ বাবুর আইনজীবী ই-মেইল মারফৎ দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন। নির্দিষ্ট সময়ের আগেই পার্থ বাবু নিজাম প্যালেসে CBI দফতর এ হাজির হয়েছেন। কেন নিয়োগের জন্য উপদেষ্টা মন্ডলী গড়া হয়েছিলো — এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন সি বি আই-এর পক্ষ থেকে পার্থ বাবুকে করা হতে পারে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। শোনা যাচ্ছে সি বি আই -এর তরফে চার পাতার প্রশ্নও নাকি তৈরি করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *