সম্পাদকীয় । কংগ্রেসের বার্তা – বিধান রায়ের বাংলা

ডঃ রায় ১৯৪৮-এর রাজনৈতিক ঘনঘটার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। ১৯৪৩ থেকে বাংলায় একের পর এক দুর্যোগের ঘনঘটা। ১৯৪৩ সাল বাংলার ইতিহাসে পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত। ব্রিটেনের তখনকার প্রধানমন্ত্রী ইউন্সটন চার্চিল তাঁর অমানবিক ওঁ স্বৈরাচারী সিদ্ধান্তের ফলে বাংলাকে এক মানুষের তৈরি দুর্ভিক্ষের সম্মুখীন হতে হল। সুচতুর চার্চিল বাংলাতে গড়ে ওঠা নেতাজী সুভাষচন্দ্র বোসের বিদ্রোহ বা অনুশীলন সমিতির বৈপ্লবিক কার্যকলাপ এসবকে ভেঙে দিতে চাইছিলেন। পাঠকের অবগতির জন্য জানাই সেদিনের অনুশীলন সমিতির আজকের নাম রেভ্যুলিউশানারি পার্টি যার আজকের নাম আর এস পি। ১৯৪৩-এর দুর্ভিক্ষ যে মানুষেরই তৈরি সেটা বিষদে দেখিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।