কান্দিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৯ অক্টোবর’২২ঃ

মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের ভাঙন চলছেই। বুধবার কান্দিতে তৃণমূলের প্রায় দুশো সক্রিয় কর্মী কংগ্রেসে যোগদান করলেন। লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ওইসব তৃণমূল থেকে আগত কর্মীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন। শুধু কান্দি নয়, সমস্ত মুর্শিদাবাদ জেলা জুড়েই গত কয়েক মাস ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক পড়েছে। তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের নেতাদের স্বজন পোষণ ও দুর্নীতির বিরুদ্ধে নীচুর তলার তৃণমূল কর্মীরা আর ওই দলে থাকতে চাইছেননা বলেই খবর। এভাবে তৃণমূলের ভাঙন চলতে থাকলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের বিপর্যয় অবশ্যম্ভাবী বলে রাজনৈতিক মহলের ধারণা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, স্বচ্ছ -নিরপেক্ষ – সন্ত্রাস বিহীন নির্বাচন হলে আগামী পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের আর কোনো চিহ্ন অবশিষ্ট থাকবেনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *