বিজেপির হাত থেকে আসন ছিনিয়ে নিলো কংগ্রেস – ত্রিপুরায় সুদীপ রায় বর্মণ জয়ী -চার কেন্দ্রেই জমানত খোয়ালো তৃণমূল

নিজস্ব সংবাদদাতা, আগরতলা,২৬শে জুনঃ

বিজেপির জেতা ৬- আগরতলা আসন ছিনিয়ে নিলো কংগ্রেস। ত্রিপুরা বিধানসভার চারটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল সামনে আসার পর দেখা গেলো সবকটি কেন্দ্রেই জমানত রাখতে পারেননি তৃণমূলের প্রার্থীরা। চারটি কেন্দ্রে তৃণমূলে মোট প্রাপ্ত ভোট মাত্র ৩৯২৬ টির মতো। অন্যদিকে নজরকাড়া আগরতলা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ তাঁর নিকটতম বিজেপি প্রার্থীকে ৩৭১৩ ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন ৮ – টাউন বড়দৌলি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে পরাজিত হয়েছেন। উল্লেখ্য নির্বাচন দিন এই টাউন বড়দৌলি কেন্দ্রে শাসক বিজেপি ব্যাপক সন্ত্রাস, বুথ জ্যাম, জায়গায় জায়গায় ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেয় বলেই অভিযোগ। সুরমা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী না দিয়ে তিপ্রা মথার প্রার্থীকে সমর্থন করেছিলো, সেখানেও এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থেকে বিজেপি র বিরুদ্ধে লড়াই করছে মথার প্রার্থী। যুবরাজনগর কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি র প্রার্থী।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ত্রিপুরার চারটি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি ৪৪.৯৬ শতাংশ ভোট পেয়েছে যেখানে দ্বিতীয় স্থানে থেকে কংগ্রেস পেয়েছে ২০.৫১ শতাংশ ভোট। সিপিএম পেয়েছে ১৯.৭৬ শতাংশ ভোট। তৃণমূল পেয়েছে ২.৮৬ শতাংশ ভোট। সেখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, জেতার বিন্দুমাত্র সম্ভাবনা না থাকলেও শুধুমাত্র কি ভোট কাটাকুটির খেলায় নামতেই এভাবে গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলিতে তৃণমূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে?সব মিলিয়ে উপনির্বাচনের এই ফলাফলে ত্রিপুরার কংগ্রেস কর্মীরা নতুন উদ্যমে পথে নামবেন বলেই রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *