প্রয়াত ডাঃ সুশোভন বন্দোপাধ্যায় – শোকবার্তা অধীর রন্জন চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, ২৬ জুলাই :

বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী ও প্রাক্তন বিধায়ক পদ্মশ্রী সুশোভন বন্দোপাধ্যায় প্রয়াত হলেন।জাতীয় কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি ও বিধায়ক জেলার একজন বিশিষ্ট সমাজসেবী হিসাবে খ্যাত ছিলেন তিনি।চিরদিন এক টাকা পারিশ্রমিক নিয়ে চিকিৎসা করতেন বলে তাঁকে এক টাকার ডাক্টার বলে খ্যাত হন।অসংখ্য দরিদ্র মানুষের চিকিৎসা সারাদিন ধরে করতেন তিনি।তাঁর প্রয়ানে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রন্জন চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন ‘পদ্মশ্রী’ ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোকাহত। বাংলার রাজনীতিতে তিনি ছিলেন অপাপবিদ্ধ এক চরিত্র। রাজনীতি এবং মানবসেবা তাঁর কাছে ছিলো অভিন্ন। চিকিৎসক ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়ের কাছে চিকিৎসার অর্থ ছিলো নিরলস-প্রচারবিহীন সেবা এবং সেবা। বোলপুরের ‘এক টাকার ‘ এই ডাক্তারবাবু তাঁর জীবনের ষোল আনাই নিয়োজিত করে গেলেন মানব সমাজের জন্য। আমৃত্যু কংগ্রেসের জাতীয়তাবাদী ভাবধারার আদর্শে বিশ্বাসী ডা.সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ বাংলার রাজনৈতিক এবং সামাজিক জীবনে এক অপূরনীয় ক্ষতি।প্রয়াত ডা.সুশোভন বন্দ্যোপাধ্যায়ের শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি যে, প্রয়াত ডা.সুশোভন বন্দ্যোপাধ্যায়ের বিদেহী আত্মা চিরশান্তি লাভ করুক।’Sent from RediffmailNG on Android

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *