বিজেপির বিরুদ্ধে রাজভবন অভিযানে লাঠি চালালো তৃণমূল রাজ্য সরকারের পুলিশ

নিজস্ব সংবাদদাতা, ৫ অগাস্টঃ

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী শুক্রবার কংগ্রেস সারা দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে। পশ্চিমবঙ্গেও রাজভবন অভিযানে সামিল হন কংগ্রেস নেতা-কর্মীরা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দিল্লিতে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির একই কর্মসূচীতে উপস্থিত থাকার কারণে কোলকতায় না থাকলেও তাঁর নির্দেশে আজ অসংখ্য কংগ্রেস কর্মীরা রাজভবন অভিযানে সামিল হয়ে গ্রেফতার বরণ করেন। কংগ্রেস নেতা অসিত মিত্র, রানা রায় চৌধুরী, সুমন পাল, সৌম্য আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদীপ প্রসাদ, পলাশ ভান্ডারী, রাসু দত্ত, পূজা রায় চৌধুরী, সুমন রায় চৌধুরীরা আজকের অভিযানের নেতৃত্ব দেন। কোলকাতার বেন্টিং স্ট্রিট থেকে মিছিল শুরু করে রাজভবনের দিকে কংগ্রেস কর্মীরা এগিয়ে যেতে লাগলে রাজ্য সরকারের পুলিশ কংগ্রেস কর্মীদের উপর বিনা প্ররোচনায় লাঠি চার্জ করে। আহত হন সৌম্য আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়রা। পুলিশ রাজভবনের সামনে থেকে কংগ্রেস কর্মীদের গ্রেফতার করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *