১৫ জুন পশ্চিমবঙ্গ কংগ্রেসের রাজভবন অভিযান

নিজস্ব সংবাদদাতাঃ

আগামীকাল, ১৫ জুন রাজভবন অভিযানের ডাক দিলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি।গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি রাহুল গান্ধীকে দীর্ঘ দশ ঘন্টা জেরা করেছে ন্যাশানাল হেরল্ড পত্রিকা মামলায়। অধীর চৌধুরীসহ বিভিন্ন সাংসদ ও নেতাকে নিগৃহীত করা হয়েছে। অনেকেই আহত।আজ সকাল থেকেই শুরু হয়েছে পুলিশের পরিকল্পিত তৎপরতা, এ আই সি সি দপ্তর থেকে তুলে হরিয়ানা সীমান্তে বদরপুর থানায় আটকে রাখা হয়েছে। কোন খাবার তো দূরের কথা একফোঁটা জল পর্যন্ত দেওয়া হয় নি। এযেন স্বাধীনতার আন্দোলনে সময় হিংস্র ব্রিটিশ শ্বাপদের মতো ভূমিকা আজকের সরকারের ।স্বাধীনতার ৭৫ বছর পূর্তির প্রাক্কালে দেশবাসী দেখছেন চূড়ান্ত সংগ্রাম।আরেকটি স্বাধীনতার যুদ্ধ। এ যুদ্ধ দেশের মানুষের স্বাধীনভাবে চলাফেরা,পোষাক পরা,খাবার খাওয়া,কথা বলার অধিকার রক্ষার যুদ্ধ ।যে গণতন্ত্র আমাদের সংবিধান দিয়েছে তা রক্ষা করার লড়াই।

তাই অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আগামীকাল, ১৫ জুন দুপুর দুটোয় জানবাজারের নিকট এলিট সিনেমা হলের সামনে থেকে মিছিল করে রাজভবন অভিযান।প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, এই মিছিলকে ঐতিহাসিক করে তোলার দায়িত্ব প্রতিটি কংগ্রেস কর্মীর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *