কংগ্রেসের মানবাধিকার সেলের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন

নিজস্ব প্রতিবেদন, কোলকাতা, ১১ ডিসেম্বর’২২ঃ

১০ ডিসেম্বর ছিলো বিশ্ব মানবাধিকার দিবস আর সেই উপলক্ষেই শনিবার কোলকাতার বিধান ভবনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মানবাধিকার সেলের চেয়ারপার্সন শাইনা জাভেদের নেতৃত্বে পালিত হলো ওই দিনটি। এই উপলক্ষে সারাদিন ব্যাপী সম্মেলন এবং প্রকাশ্য সভার আয়োজন করা হয়েছিলো। প্রদেশ কংগ্রেসের মানবাধিকার সেলের পক্ষে বরুন দে সরকার, চন্দন মুখার্জি, সোমনাথ চক্রবর্তী, রাঘবেন্দ্র চতুর্বেদী সহ অন্যান্য নেতৃত্ব এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষে বিকালে প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন কংগ্রেস নেতা অসিত মিত্র, কৃষ্ণা দেবনাথ,অভিষেক ব্যানার্জী,দিব্যেন্দু মিত্র, তপন আগরওয়াল, সুমন রায় চৌধুরী, সৌমনে বিশ্বাস প্রমুখরা। বক্তারা তাঁদের বক্তব্যে সমসাময়িক সময়ের উপর দাঁড়িয়ে মানবাধিকার রক্ষার গুরুত্ব নিয়ে সভায় আলোচনা করেন। প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুমন রায় চৌধুরী বলেন, “২০১৪ থেকে এই দেশে সংবাদ মাধ্যম , সমাজ কর্মী , বিরোধী রাজনৈতিক দল ও আইন ব্যবস্থা আক্রান্ত , আমি মনে করি এদের ওপর আক্রমণ , মানবাধিকার লংঘনের সমান “।প্রদেশ কংগ্রেসের মানবাধিকার সেলের নেতৃত্ব এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *