বিজেপির প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে কোলকাতায় প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী

নিজস্ব প্রতিবেদন, কোলকাতা,২১শে জুলাইঃ

রাহুল গান্ধীর পর এবার সোনিয়া গান্ধীকে হেনস্থা করার চক্রান্ত করছে বিজেপি। তারই প্রতিবাদে বৃহস্পতিবার কোলকাতায় বিক্ষোভ দেখালো কংগ্রেস। ন্যাশনাল হেরাল্ড নিয়ে মনগড়া অভিযোগে ED’র পক্ষ থেকে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোপূর্বে ডেকে পাঠানো হয়েছিলো। রাহুল গান্ধী হাজির হলেও করোনায় আক্রান্ত হবার কারণে সোনিয়া গান্ধী সেই সময় হাজির হতে পারেননি। বৃহস্পতিবার আবার ED র তরফ থেকে সোনিয়া গান্ধীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিলো। সেই মোতাবেক কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী ED দফতরে হাজির হন। এর আগে ৫ দিনে মোট ৫০ ঘন্টারও ওপরে রাহুল গান্ধীকে জেরা করে ED, সেই সময় দিল্লিতে কংগ্রেসের তাবড় তাবড় নেতাদের উপর ঘৃণ্য আক্রমণ চালায় পুলিশ প্রশাসন। বৃহস্পতিবারও দিল্লিতে পুলিশ পি.চিদাম্বরম, অধীর রঞ্জন চৌধুরী ,শশী থারুর, শচীন পাইলটের মতো নেতাদের গ্রেফতার করেছে।বিজেপির এই প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে আজ কোলকাতার পার্ক সার্কাসে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে কংগ্রেস। কংগ্রেস নেতা অসিত মিত্র, শুভঙ্কর সরকার, প্রীতম ঘোষ, রানা রায় চৌধুরী, সুমন পাল, তপন আগারওয়াল ,আশুতোষ চ্যাটার্জীরা এই বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *