রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণা

কলকাতা:করোনার প্রভাব অতিক্রম করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে দেশ।১ফেব্রুয়ারী পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট।দেশের অর্থনীতির হাল ফেরানোর চেষ্টায় এবারের বাজেট ছিল একটু ভিন্ন রকমের।জোর দেওয়া হয়েছে দেশের জিডিপি বৃদ্ধির দিকে।বাজেট ২০২১-২০২২ বর্ষে দেশের ১১ শতাংশ হারে আর্থিক বৃদ্ধির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

এ বছরের বাজেটের পর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার প্রথম ত্রৈমাসিক ঋণ নীতি ঘোষণা করল।দেশের অর্থনৈতিক বেহাল দশার কথা এই ঋণ নীতিতে ফুটে উঠেছে।এছাড়াও আগামী আর্থিক বছরে ১০.৫ শতাংশ হারে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার মুদ্রা নীতি ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। নীতি নির্ধারক কমিটির তিন দিনের বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

রেপো রেট ও রিভার্স রেপো রেটের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রাস্ফীতি এবং অর্থনীতিতে নগদ অর্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে।
এদিকে, ভারতের অর্থনীতির বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্কের রিপোর্টেও আশার আলো ফুটে উঠেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *