বেকারত্বের বলি! হরিয়ানাতে আত্মহত্যা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি প্রার্থী যুবকের

মুকুল বসাক:

“বাবা, এই জন্মে আর্মিতে যোগ দিতে পারলাম না, পরের জন্মে অবশ্যই দেবো।”

ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ না হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি প্রার্থী যুবকের। হরিয়ানার ভিবানী জেলার তালুকা গ্রামের পবণ (২৩) তিন বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর ভর্তি প্রক্রিয়ার সামিল হয়েছিলো। তিন বারই সে ফিজিক্যাল টেষ্ট, মেডিকেল টেষ্ট সহ সকল পরীক্ষায় পাশ করেছিলো, কিন্তুু ভাগ্য সহায় হয়নি। পবণ তারপরেও চেষ্টা চালিয়ে যায়। কিন্তুু করোনা কালে সেনাবাহিনীর নিয়োগ বন্ধ থাকে এবং পবণ সেনাবাহিনীতে যোগাদানের বয়স পেরিয়ে যাওয়ায় আশাহত হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয়। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবছর সাড়ে চার লাখ যুবক সেনাবাহিনীতে যোগদানের প্রস্তুতি নেয়, বিগত তিন বছর নিয়োগ বন্ধ থাকায় দুই লাখ যুবকের চাকরির বয়স পেরিয়ে গেছে। বেকারত্বে হরিয়ানা এক নম্বর স্থানে আছে, কখনও নিয়োগ বন্ধ আবার কখনও প্রশ্নপত্র ফাঁসের কারনে বহু যুবকের স্বপ্নভঙ্গ হচ্ছে। ভারতের মতো জনবহুল দেশে বৃহত্তম রাষ্ট্রীয় নিয়োগকারী সংস্থায় এরূপ রাষ্ট্রীয় ঔদাসীন্য কি আগামী দিনে আরও পবণ তৈরী করবে?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *