নাগরিকত্ব আইন নিয়ে অমিত শাহকে কড়া চিঠি অধীর চৌধুরীর

অমিতাভ সিনহার প্রতিবেদনঃ

সিএএ নিয়ে বিজেপি যে মিথ্যাচার করে রাজনৈতিক লাভ করতে চাইছে তার বিবরণ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন লোকসভার বিরোধী নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি অমিত শাহকে অনুরোধ করেছেন যাতে সংসদের আসন্ন বাদল অধিবেশনেই এই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।

সম্প্রতি পাকিস্তান থেকে অত্যাচরিত হয়ে একদল হিন্দু ভারতে আসার পর তাঁরা ভারত সরকারের কাছ থেকে কোন সাহায্য না পেয়ে পুনরায় পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হয়েছেন।শ্রীচৌধুরী চিঠিতে আরও উল্লেখ করেছেন যে বিজেপি সরকার সংবিধানের মৌলিক অধিকার পদদলিত করে যে সংকীর্ণতা দেখিয়েছে তার প্রমান এই ঘটনা।তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে ‘জুমলাবাজি’ করছে।সিএএ -এর আগেও নাগরিকত্ব আইন এদেশে ছিল।যে কোন দেশের যে কোন ধর্মের মানুষ এদেশে এসে নাগরিকত্বের আবেদন করতে পারতেন। কিন্তু বিজেপি এই নতুন আইন আনতে চেয়ে চরম মিথ্যাচার করছে যার ফলে অন্য দেশের অত্যাচরিত হিন্দুরাও এদেশে নাগরিকত্ব পাচ্ছেন না। এটা তো অত্যাচারিত হিন্দুদের প্রতি চরম অপমান বলেও অধীর বাবু খেদ প্রকাশ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *