যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্র পরিষদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতাঃ

আজ দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবিতে আজ কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি দেবজ্যোতি দাসের নেতৃত্বে যাদবপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের পর বিশ্ববিদ্যালয়ের ৪নং গেট পর্যন্ত মিছিল নিয়ে যাওয়া হয়। প্রায় এক ঘন্টা বিক্ষোভ প্রদর্শন চলে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ, পঃবঃ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ এবং অনান্য ছাত্র পরিষদ নেতৃত্ব।স্মারকলিপিতে নিম্নলিখিত দাবীগুলি ছিলঃ ১| বিশেষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই

২| হোস্টেল সুপার এবং অ্যান্টি র্র্যাগিং কমিটির ভূমিকা খতিয়ে দেখা হোক।

৩| দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

৪| হোস্টেলে বহিরাগত প্রবেশ বন্ধ করতে হবে।

৫| প্রথমবর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই আলাদা আবাসনের ব্যবস্থা করতে হবে।

৬| র্র্যাগিং মুক্ত যাদবপুর বিশ্ব-বিদ্যালয় চাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *