ডায়মন্ডহারবারে ভারত জোড়ো যাত্রা’র সমর্থনে দীর্ঘ পদযাত্রা কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা, ১০ সেপ্টেম্বর ঃ

বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শনিবার কংগ্রেসের পক্ষ থেকে ডায়মন্ডহারবারে ভারত জোড়ো যাত্রা’র সমর্থনে দীর্ঘ সাত কিলোমিটার পদযাত্রা সংগঠিত করা হলো। দক্ষিণ ২৪ পরগণা (১) জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা কপাটহাট থেকে শুরু হয়ে ডায়মন্ডহারবার মহকুমা শাসকের কার্যালয় হয়ে ডায়মন্ডহারবার স্টেশনে গিয়ে শেষ হয়। পদযাত্রার নেতৃত্ব দেন সংশ্লিষ্ট জেলা কংগ্রেস সভাপতি মনোরঞ্জন হালদার। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান সৌম্য আইচ রায় সহ অন্যান্য প্রদেশ কংগ্রেস ও জেলা কংগ্রেসের নেতৃত্ব। সারা দেশের ক্রমশ বেড়ে চলা বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে যেমন এই পদযাত্রা থেকে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে, পাশাপাশি রাজ্যে ঘটে চলা প্রবল দুর্নীতি, বাংলায় বেকারত্ব, শিল্প ও কর্মসংস্থানের অভাব, তৃণমূলের সন্ত্রাস এসবের বিরুদ্ধেও এই পদযাত্রা থেকে মানুষকে সংগঠিত করার আওয়াজ ওঠে। পদযাত্রা শেষে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন যে, বিজেপির প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে যেমন তাঁদের লড়াই চলবে তেমনই ডায়মন্ড হারবার জুড়ে তৃণমূলের সন্ত্রাস, দুর্নীতি এসবের বিরুদ্ধেও কংগ্রেসের লড়াই জারি থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *