কলকাতায় বাল সাহিত্য পুরষ্কার হয়ে গেল

নিজস্ব সংবাদদাতা,১লা আগস্ট:

গতকাল জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে শুরু হল দুই দিন ব্যাপী বাল সাহিত্য পুরষ্কার অনুষ্ঠান । ২২ টি বিভিন্ন ভারতীয় ভাষার লেখকদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকার অর্থমূল্যসহ ও তাম্রপত্র দেওয়া হল।বাংলা ভাষায় শিশু সাহিত্যের জন্য পুরষ্কৃত হলেন সুনির্মল চক্রবর্তী। ভারত সরকারের সংস্কৃতি দপ্তরের অধীন সাহিত্য আকাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা কঙ্কনা মিত্র।স্বাগতভাষণ দেন সাহিত্য আকাডেমির সচিব ডঃ শ্রীনিবাস রাও।আকাডেমির সহ- সভাপতি মাধব কৌশিক শিশুদের মানসিক শারীরিক বিকাশের প্রয়োজনে শিশু সাহিত্যিকদের আরো বেশী ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করেন।প্রধান অতিথির ভাষনে বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার সতর্কতার সাথে শিশুদের সাথে বাক্যালাপের ওপর জোর দেন কারন শিশুমন কল্পনাপ্রবণ ও তারা যা শোনে তাই বিশ্বাস করে।সুস্ত ও শিক্ষামূলক গল্প তাদের মনের ওপর বিশেষ প্রভাব ফেলে।অনুষ্ঠানের দ্বিতীয় দিনে পুরষ্কার প্রাপকদের সম্মেলন ও বিশিষ্ট অতিথিদের বক্তব্য ও পুরষ্কার বিতরনীসহ একটি শিশুসাহিত্য সম্পর্কে প্রদর্শনী আয়োজিত হয়।শিশুদের উপস্থিতিতে এই অনুষ্ঠান বিশেষ প্রাণ পায়
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *