হাওড়ায় রাজীব গান্ধী স্মরণ

নিজস্ব সংবাদদাতা:

২২ মেঃ হাওড়া জেলার শিবপুর ব্লকের কদমতলা পাওয়ার হাউস মোড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর ৩৩তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের ডাকে শহীদ মিনারের জনসভার প্রচারের উদ্দেশ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন হাওড়া জেলা কংগ্রেস সভাপতি শ্রী পলাশ ভান্ডারী, সহ-সভাপতি শ্রী অনুপ রায়, শিবপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারাধন মাঝি,মধ্য হাওড়া ১নং ব্লক কংগ্রেস সভাপতি শ্রী দীপক ব্যানার্জী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী শুভাশীষ দাস, জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি শ্রী বিশ্বজিৎ সরকার সহ বহু বিশিষ্ট নেতৃবৃন্দ। এই জেলারই মধ্য হাওড়া ১নং ব্লকের অন্তর্গত ২৫নং ওয়ার্ডে, বিবেকানন্দ ইন্সটিটিউশনের সম্মুখে ভারতরত্ন, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর ৩৩তম প্রয়াণ দিবসে আরও একটি শ্রদ্ধাজ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন হাওড়া জেলা কংগ্রেস সভাপতি শ্রী পলাশ ভান্ডারী, সহ-সভাপতি শ্রী প্রণব খাঁ, বর্ষীয়ান নেত্রী শ্রীমতী রুনু দে, প্রদেশ কংগ্রেসের সম্পাদক শ্রী সন্দীপ জয়সওয়াল, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী শুভাশীষ দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ ।উপস্থিত ছিলেন মধ্য হাওড়া ২নং ব্লক কংগ্রেস সভাপতি শ্রী মানস ব্যানার্জী, মধ্য হাওড়া ১ ব্লক কংগ্রেসের কার্য্যকরী সভাপতি শ্রী সুকুমার আদক, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সেখ সাহিরসহ ব্লক ও ওয়ার্ড কংগ্রেসের বিভিন্ন বিশিষ্ট নেতৃবৃন্দ।সমগ্র সভাটি পরিচালনা করেন মধ্য হাওড়া ১ ব্লক কংগ্রেস সভাপতি শ্রী দীপক ব্যানার্জী এবং সভায় সভাপতিত্ব করেন ২৫নং ওয়ার্ড কংগ্রেস সভাপতি শ্রী অমর নাথ পাল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *