নাড্ডাকে ক্ষমা চাইতে বলে জয়রাম রমেশের চিঠি –

সৌরভ কুন্ডুর প্রতিবেদন, ২ রা জুলাইঃ

কেরালার ওয়াইনাডের সাংসদ তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওয়াইনাডের অফিস SFI ও DYFI -এর কর্মী-সমর্থকরা ভাঙচুর চালায় ক’দিন আগে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাহুল গান্ধীর একটি বয়ানের অপব্যাখ্যা করে একটি টিভি চ্যানেল ও তার সাথে বিজেপির কিছু সাংসদ ও বিধায়কের অবমাননাকর লেখার তীব্র প্রতিবাদ করে বিজেপি সভাপতি জে.পি নাড্ডা কে চিঠি লিখে মন্তব্য প্রত্যাহার করে অতি শীঘ্রই প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কমিউনিকেশন বিভাগের অধিকর্তা রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশ।

সর্বসমক্ষে এই ক্ষমা প্রার্থনা না করা হলে বিজেপি ও তার সদস্য যারা এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার আশ্রয় নেওয়া হবে বলে জানানো হয়েছে। যেভাবে দিনের পর দিন, কোনো রকম সত্যতা যাচাই না করেই, ক্রমান্বয়ে কংগ্রেস নেতা ও নেত্রী দের সামাজিক মাধ্যমে অপমানিত করা হচ্ছে, শ্রী রমেশ তাঁর চিঠির ছত্রে ছত্রে তার তীব্র নিন্দা জানিয়েছেন। ভারতীয় জাতীয় কংগ্রেস যে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীও ছাড়বে না তা’ বিজেপি সভাপতি কে সুস্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সে ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে। এখন দেখার বিজেপির শুভবুদ্ধির উদয় হয় নাকি তারা কংগ্রেসের সাথে আইনি প্রক্রিয়াতে লড়াই চালাতে উদ্যত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *