কে.শঙ্করানারায়ননের জীবনাবসান 

নিজস্ব সংবাদদাতাঃ

বর্ষীয়ান কংগ্রেস নেতা কে শঙ্করানারায়নন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৯। কেরালা বিধানসভার চার চারবারের বিধায়ক কে. শঙ্করানারায়ণ বিভিন্ন সময়ে কেরালার অর্থমন্ত্রক, আবগারি দপ্তর এবং কৃষি মন্ত্রকের মতো গুরত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ঝাড়খন্ডের রাজ্যপালের দায়িত্ব এবং অরুনাচল প্রদেশ, গোয়া,অসমের রাজ্যপালের পদের অতিরিক্ত দায়িত্বের  গুরুভারও তাঁর কাঁধে ন্যস্ত হয়েছিলো। 
উল্লেখ্য গত দেড় বছরের বেশি সময় ধরে নানান রোগে ভুগছিলেন প্রয়াত এই নেতা। গতকাল অর্থাৎ  ২৫ শে এপ্রিল নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
কে.শঙ্করানারায়ননের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ন গভীর শোক প্রকাশ করে বলেছেন, কে.শঙ্করানারায়নন কংগ্রেসের মধ্যে নেহেরুর আদর্শ তুলে ধরার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা বলেছেন, কেরল কংগ্রেসের দুঃসময়ে শঙ্করানারায়নন কঠিন কর্তব্য পালন করেছিলেন। বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সাথীসান। শোকপ্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি.চিদাম্বরমও।  
উল্লেখ্য কেরলে ইউ.ডি.এফ-এর আহ্বায়ক হিসাবে কে.শঙ্করানারায়ননের ভূমিকা এবং গণআন্দোলনে প্রয়াত জননেতার আপোষহীন নেতৃত্বদান কেরলের কংগ্রেস কর্মী-সমর্থকদের কাছে চিরদিন দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রয়াত নেতার মৃতদেহ আজ সন্ধ্যায় কেরল প্রদেশ কংগ্রেস দফতরে আনা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *