কংগ্রেসের গ্যারান্টি

নিজস্ব সংবাদদাতাঃ

আজ রাহুল গান্ধী ঘোষণা করলেন স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী
কৃষকদের ফসলের দামের ন্যায্য মূল্য বা এমএসপি কে
আইনী স্বীকৃতি দেওয়া হবে। এর ফলে তারা মিনিমাম সাপোর্ট প্রাইস পাবেন এবং উপকৃত হবেন দেশের কৃষক পরিবারগুলির ১৫ কোটি মানুষ।
তিনি বলেন এই সরকার প্রয়াত স্বামীনাথনকে ভারতরত্ন পুরষ্কার দিলেন অথচ তাঁর প্রস্তাব অনুযায়ী কৃষকদের তাদের ফসলের নূণ্যতম মূল্য দিতে রাজী নয়,উপরন্তু তাদের দাবী পদদলিত করে কৃষির তিন আইন এনেছিলেন।তাদের বিক্ষোভ গায়ের জোরে গুঁড়িয়ে দিয়েছিলেন।এখনও তাদের আন্দোলন কাঁটাতার দিয়ে আটকাতে চেষ্টা করছেন। আজ কংগ্রেস প্রতিশ্রুতি দিচ্ছে সরকার গঠন করলে সর্বপ্রথম কৃষকদের যারা আমাদের খাদ্য উৎপাদন করে যোগান দেয় তাদের পাশে দাঁড়াবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *