পঞ্চায়েত বোর্ড গঠনের আগে তৃণমূলী সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীকে করলেন অধীর চৌধুরী

নিজস্ব সংবাদদাতাঃ

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময় থেকে ভোটের সময় এবং ভোটের পরে বাংলায় সন্ত্রাস ও রক্তক্ষয়ের ঘটনা সকলের জানা। কিন্তু নির্বাচনের পর ফলাফল ঘোষণার পরে যখন বোর্ড গঠনের সময় আসছে তখনও একই ধরনের সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে এই রাজ্যে। সে সম্পর্কে ব্যবস্থা গ্রহণের লক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
চিঠিতে অধীর বাবু প্রশ্ন তুলেছেন, “এক দশক ধরে মুখ্যমন্ত্রী থাকার পরেও এই রাজ্যে আপনার দল যেভাবে নির্বাচনে জেতার পথ অবলম্বন করছে, তা কি কোনো সভ্য সমাজের পক্ষে উপযুক্ত? ” অধীর বাবু এ প্রসঙ্গে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের যেভাবে প্রাণ ও সম্পত্তিহানির ভয় দেখিয়ে পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতাদের দ্বারা চাপ সৃষ্টি করে, ‘খুনের মিথ্যা মামলায় ‘ জড়িয়ে দিয়ে তৃণমূলে যোগদানে বাধ্য করার অপচেষ্টা চলছে সে বিষয়েও মুখ্যমন্ত্রীকে অবহিত করেন তাঁর চিঠিতে।চিঠিটির বঙ্গানুবাদ নীচে দেওয়া হল।

বিষয়ঃ ত্রিস্তরিও পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রাক্কালে বিরোধী নির্বাচিত জনপ্রতিনিধিদের ভীতিপ্রদর্শন এবং অপহরনের বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতি দ্রুত ব্যবস্থাগ্রহনের দাবি।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এবং পরবর্তীতে বিভিন্ন বোর্ড গঠনের সময়ে পশ্চিমবাংলায় অকল্পনীয় হিংসা, খুন জখম এবং রক্তস্নানের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এই চিঠি।
প্রবল হিংসা ব্যতিরেকে যে সব জাতীয় কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন, পুলিস এবং তৃনমূলের নেতা ও গুন্ডারা তাদের বিরুদ্ধে খুন ও অন্যান্য অভিযোগের মাধ্যমে তৃনমূলে যোগদানের জন্য অভাবনীয় সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করছে।
তৃনমূল কংগ্রেসের একচেটিয়া ক্ষমতাস্পৃহা পশ্চিমবাংলাকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে, যা ক্রমেই গনতান্ত্রিক ব্যবস্থার ওপর ভবিষ্যতে এক দানবীয় অভিঘাতের সৃষ্টি করবে এবং এই প্রক্রিয়া বিরোধী রাজনৈতিক পরিসরকে ক্রমান্বয়ে সঙ্কুচিত করছে। এরফলে জনগনের নির্বাচনী মতকেও উপেক্ষা এবং বদলের হীনতম কর্মকাণ্ড চলছে। অতি সম্প্রতি মুর্শিদাবাদের নবগ্রামে পুলিস একজনকে পিটিয়ে মেরেও ফেলেছে। পুলিস প্রশাসনই যেখানে হত্যাকারী, সেখানে সাধারন মানুষ কাদের কাছেই আর বিচার প্রত্যাশা করবে?
এটাই কি একটা সভ্য সমাজের নির্বাচনী ব্যবস্থা যেখানে আপনি গত একদশকের বেশি নিজেই মুখ্যমন্ত্রী ?
আমার সনির্বন্ধ অনুরোধ যে তৃনমূল কংগ্রেসের একচেটিয়া মৌরসীপাট্টা কায়েমের লক্ষ্যে পুলিস ও গুন্ডা বাহিনীদের অন্য দলের সদস্য, সমর্থকদের প্রতি অত্যাচার, ভীতি প্রদর্শন ও বলপ্রয়োগের প্রক্রিয়া থেকে আপনি তাদের বিরত করবেন।
এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার নিকট অনুরোধ আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে পশ্চিমবাংলায় পঞ্চায়েত বোর্ড গঠন সংক্রান্ত ঘটনাবলীকে বন্ধ করবেন। এই বিষয়ে আপনার সময়োচিত হস্তক্ষেপ বিশেষ ভাবে প্রশংসনীয় হবে।

শ্রদ্ধা সহ,

(অধীর রঞ্জন চৌধুরী)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *