স্মরণ:অগ্নিযুগের বিল্পবীকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আজ ১২৩ তম জন্মবার্ষিকী।

প্রীতিলতা ওয়াদ্দেদার (মে ৫, ১৯১১ – সেপ্টেম্বর ২৩, ১৯৩২) ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহীদ ব্যক্তিত্ব। প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের ধলঘাট গ্রামে। তাঁর পিতা জগদ্বন্ধু ওয়াদ্দেদার এবং মাতা প্রতিভাদেবী। এই বাঙালি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন করেন। ১৯৩২ সালের ২৩শে সেপ্টেম্বর রাতে চট্রগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমনের সময় তিনি ১৫ জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দেন। প্রীতিলতার দলটি ক্লাবটি আক্রমণ করেন এবং শেষ পর্যন্ত পুলিশ তাদের আটক করে। পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড গলাধঃকরন করে আত্মহুতি দেন।প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা সূর্যসেন-এর ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরিচালিত সশস্ত্র সংগ্রামে প্রীতিলতাকে প্রথম আত্মোৎসর্গকারী নারী রুপে গণ্য করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *