শাহের বিবৃতি চেয়ে লোকসভায় কংগ্রেস পরিষদীয় বিরোধী নেতা অধীর চৌধুরী সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, ১৯ ডিসেম্বর :

গতকাল বিজেপি সরকার সাসপেন্ড করল লোকসভায় কংগ্রেস পরিষদীয় ও বিরোধী নেতা অধীর চৌধুরীকে।তার সাথে আরও ৩২ জন লোকসভার ও ৪৬ জন রাজ্যসভার সাংসদকে,যার মধ্যে উল্লেখযোগ্য কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও প্রমোদ তেওয়ারি।শীতকালীন অধিবেশন চলাকালীন গত ১৩ ডিসেম্বর সংসদে দুই যুবক বিজেপির সাংসদ প্রতাপ সিমহার পাস নিয়ে ঢুকে দর্শক গ্যালারি থেকে লাফিয়ে গ্যাস ক্যানিস্টার থেকে হলুদ গ্যাস ছড়িয়ে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছিল।নতুন সংসদ ভবনে নিরাপত্তার এই ভয়াবহ গাফিলতির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবী করে কংগ্রেস। বিরোধী দলগুলিও এই দাবী সমর্থন করে। একইসঙ্গে দেশের নিরাপত্তার প্রশ্নে বিজেপি সাংসদ প্রতাপ সিমহার সাপেনসনের দাবীও করা হয়।কিন্তু পাঁচ দিন কেটে গেলেও সরকার এই দাবী না মেনে এক এক করে বিরোধী সাংসদদের সাসপেন্ড করতে থাকে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী অ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের বাইরে বিবৃতি দিলেও সংসদে বিবৃতি দিতে রাজী হন নি।ফলে এদিন শুরুতেই অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসসহ বিরোধীরা শাহের বিবৃতি দাবী করেন। তাই এই বিক্ষোভ থামাবার আর কোন পন্থা না পেয়ে অবশেষে অধীর চৌধুরীকে এই অধিবেশনের পুরো সময়ের জন্য সাসপেন্ড করলেন লোকসভার স্পীকার ওম বিড়লা। এর ফলে লোকসভা ও রাজ্যসভার মোট ৯২ জন সাংসদ এই অধিবেশনে সাসপেন্ড হলেন যা একটা রেকর্ড। আবার রেকর্ড এটাই যে এই প্রথম একাধিক সাংসদ স্পীকারের চেয়ারের পাশে গিয়ে বিক্ষোভ দেখালেন।এই দমনমূলক আচরণ থেকে পরিষ্কার যে সরকার ভয় পেয়েছে।তাই অধীর চৌধুরী বলেছেন একটা অতি সাধারন দাবীর প্রেক্ষিতে যেভাবে এতজন সাংসদকে সাসপেন্ড করা হল তা থেকে পরিষ্কার যে তারা সর্বসমক্ষে এই ঘটনার দায় স্বীকার করতে রাজী নয়।বরং সংসদ বিরোধীশূন্য করে সংসদ চালাতে চাইছে সরকার। লোকসভায় বিজেপির ডেপুটি লিডার বিরোধীপক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে সরকার একটা সহমত ও গ্রহনযোগ্য সমাধানে পৌঁছতে পারত কিন্তু তা না করে তারা একটা অগণতান্ত্রিক উপায়ে সংসদ এড়িয়ে দমনমূলক আচরণের মাধ্যমে ফ্যাসিস্ত কায়দায় আমজনতার কণ্ঠরোধ করতে চেষ্টা করলেন। তবে আমাদের দাবী থেকে আমরা পিছু হঠব না।প্রয়োজনে সমস্ত বিরোধী সাংসদদের সাসপেন্ড করুক এই সরকার।এই ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের প্রতিটি ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *