সল্টলেকে কংগ্রেসের ইডি অফিস অভিযান

নিজস্ব সংবাদদাতা, বিধাননগর, ১৩ জুন:

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ন্যাশানাল হেরল্ড মামলায় বিনা কারণে অনৈতিকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি কতৃক ডেকে পাঠানোর বিরুদ্ধে বিধাননগরে অবস্থিত ইডি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে।দুপুর বারোটায় সিটি সেন্টারের সামনে থেকে বিশাল মিছিল ইডি অফিসের উদ্দেশে রওয়ানা হয়।মিছিলের নেতৃত্ব দেন পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত,প্রদেশ কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, এআই সিসির প্রাক্তন সম্পাদক শুভঙ্কর সরকার,উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি রানা রায় চৌধুরী, মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল,দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রাসাদ,হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ, ভান্ডারী, উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস( শহর)-এর সভাপতি তাপস মজুমদার,দক্ষিন ২৪ পরগনা (১)জেলা কংগ্রেসের সভাপতি মনোরন্জন হালদার,দক্ষিন ২৪ পরগনা জেলা কংগ্রেসে(২)-এর সভাপতি জয়ন্ত দাস,প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক কৃষ্ণা দেবনাথ, প্রীতম ঘোষ,অভিজিত ভট্টাচার্য, আশুতোষ চ্যাটার্জী, সহ-সভাপতি মহঃ মোক্তার প্রমুখরা। সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন বিধাননগর টাউন কংগ্রেসের সভাপতি সিজার ঘটকের নেতৃত্বে কংগ্রেস কর্মী ও নেতৃবৃন্দ।মিছিলে অংশগ্রহণকারীরা এমএসও বিল্ডিং এর সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান।বিক্ষোভে অংশ নিয়ে নেপাল মাহাত বলেন, ২০১৬ সালে যে মামলা শেষ হয়ে গিয়েছিল তা আজ মোদি সরকার জাগিয়ে তুলছে স্রেফ প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার জন্য। বিভিন্ন ইস্যুতে মোদি সরকার আজ কোণঠাসা হয়ে পড়েছে, তাই সেসব থেকে মানুষের চোখ ঘোরানোর জন্যই এই চক্রান্ত বলে নেপাল বাবু তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরো বলেন যে, যে পরিবারের দেশের জন্য এত আত্মত্যাগ রয়েছে ও দেশের সামগ্রিক উন্নয়নের মধ্যে যে পরিবারের তিনজন প্রধানমন্ত্রীর এতটা ভূমিকা রয়েছে আজ সে পরিবারকে হেনস্থা করে বিজেপি দেশের দরিদ্র ও সাধারন মানুষকেই অপমান করল।রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী দলগুলির মধ্যে ঐক্য ভাঙতেই এই ভিত্তিহীন সমন বলে নেপাল বাবু উল্লেখ করেন।

উল্লেখ্য এই ইস্যুতে আজ সারা দেশের বিভিন্ন রাজ্যের ২৫ টি ইডি দফতরের সামনে একইভাবে কংগ্রেসের বিক্ষোভ চলছে। সল্টলেকে ইডি দফতরে বিক্ষোভ চলাকালীন কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয় ইডি দপ্তরে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *