“আমার বাপ-দাদা চোদ্দ পুরুষ তো বাংলাদেশের মানুষ, অমিত শাহ পারলে আমাকে তাড়াক”– বীরভূমের সভা থেকে বললেন অধীর চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১১ মে’২৩ঃ

ভোট আসলেই NRC-CAA নিয়ে বাজার গরম করে তৃণমূল ও বিজেপি, আবার ভোট চলে গেলেই ওগুলো ঠান্ডা ঘরে চলে যায়। বৃহস্পতিবার বীরভূমের সিউড়ীতে এক জনসভায় এমনই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন কংগ্রেস ও বামফ্রন্টের যৌথ উদ্যোগে সিউড়ীতে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। মুখ্য বক্তা হিসাবে সেখানে অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সি পি আই এম রাজ্য কমিটির সম্পাদক মহঃ সেলিম। উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ সহ কংগ্রেস ও বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব। ভিড়ে ঠাসা এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর বাবু আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দেন।পাশাপাশি এও বলেন যে, ভোট আসলেই তৃণমূল ও বিজেপি NRC ও CAA নিয়ে বাজার গরম করে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “আমার বাপ-দাদা চোদ্দ পুরুষ তো বাংলাদেশের মানুষ, অমিত শাহ পারলে NRC করে আমাকে তাড়াক”।
অধীর বাবু এদিন শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবি করে এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বলেন, অভিষেক বন্দোপাধ্যায় একজন তৃণমূলের সাংসদ মাত্র। তিনি কিভাবে শান্তিপূর্ণ নির্বাচনের গ্যারান্টি দিচ্ছেন? কেন এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব? সি পি আই এম নেতা মহঃ সেলিমও তাঁর বক্তব্যে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবি তোলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *