মানুষের পাশে, মানুষের সাথে

নিজস্ব সংবাদদাতা,৪ জানুয়ারি

নতুন বছরের শুরুতে হাওড়ার মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস। ৪ জানুয়ারি প্রায় দেড়শ মানুষের হাতে তুলে দেওয়া হল চশমা, সম্পূর্ণ বিনামূল্যে। বড়দিনের প্রাক্কালে, গত ২৪শে ডিসেম্বর, মধ্য হাওড়া-১ ব্লক কংগ্রেসের অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে এবং মধ্য হাওড়া-১ ব্লক কংগ্রেস কমিটি ও অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সহায়তায় এক চক্ষুপরীক্ষা শিবিরের আয়োজন করা হয় স্যার সৈয়দ আহমেদ বিদ্যালয়ে। এই শিবিরে ২৫০ র বেশি মানুষ বিনামূল্যে তাঁদের চক্ষু পরীক্ষা করান কলকাতা মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক দলের কাছে। ১৪৪ জন ব্যক্তির জন্য চশমার প্রয়োজনীয়তা উঠে আসে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি শ্রী পলাশ ভান্ডারী, এবং বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি শ্রী চন্দন ঘোষ। হাওড়া জেলা কংগ্রেস সভাপতি শ্রী পলাশ ভান্ডারী এবং ২০ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে শ্রী নৌশাদ খান শ্রী চন্দন ঘোষ এবং তাঁর নেতৃত্বে উপস্থিত অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এই উদ্যোগে সার্বিকভাবে সামিল হওয়ার জন্য। অনুষ্ঠানে সংবাদমাধ্যমেরও উপস্থিতি ছিল। শ্রী চন্দন ঘোষ তাঁর ভাষণে বলেন যে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখা হাওড়া জেলা ও হাওড়ার মানুষের সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করার জন্য আগামীদিনে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *