CESC অফিস ঘেরাও করলো কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা,৮ ই জুলাইঃ

বিদ্যুতের অস্বাভাবিক মাসুল বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার কোলকাতার তারাতলায় CESC অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচী পালন করা হলো কংগ্রেসের পক্ষ থেকে। এর সাথে সাথে যেভাবে বর্ষার জমা জলে বিদ্যুৎ সংযোগের ফলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে খোদ কোলকাতার বুকে পরপর কয়েকজন মারা গেলেন তার প্রতিবাদেও এদিন সোচ্চার হয় কংগ্রেস। এই কর্মসূচীতে উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা CESC’র গাফিলতির ফলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যাওয়া মানুষদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেবারও দাবি জানান। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে গৃহীত এই ঘেরাও অভিযানে সামিল হয়েছিলেন কংগ্রেস নেতা অসিত মিত্র, ডাঃ মায়া ঘোষ, সৌম্য আইচ রায়, কামরুজ্জামান কামার, রানা রায় চৌধুরী, সুমন পাল, মহঃমোক্তার, পূজা রায় চৌধুরী, আকিব গুলজার, তপন আগরওয়াল, সুমন রায় চৌধুরী, তাতা ভট্টাচার্য,সৌমেন দত্ত, তপন দাস সহ অন্যন্য নেতৃবৃন্দ। এই বিক্ষোভ কর্মসূচীতে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিলো বেশ চোখে পড়ার মতো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.