মশারি নিয়ে কোলকাতা কর্পোরেশনের সামনে অভিনব বিক্ষোভ কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা,১৩ অক্টোবর’২২ঃ

ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ কোলকাতা পুরসভা, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কোলকাতা কর্পোরেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো কংগ্রেস। মশক বাহিত ডেঙ্গু ও ম্যালেরিয়া কোলকাতা সহ সারা রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। কিন্তু তা প্রতিরোধে খোদ মহানগরীতেই ব্যর্থ রাজ্য সরকার এবং কোলকাতা পুর কর্তৃপক্ষ, এমন অভিযোগ বিভিন্ন মহল থেকেই উঠেছে। বৃহস্পতিবার এ নিয়েই আলোচনার জন্য কংগ্রেসের পক্ষ থেকে কোলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে চাওয়া হয়েছিলো কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু মেয়রের তরফ থেকে কোনরকম সবুজ সঙ্কেত না পাওয়ায় কংগ্রেসের কর্মী-সমর্থকরা কোলকাতা কর্পোরেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিনের বিক্ষোভ কর্মসূচীর নেতৃত্ব দেন মধ্য কোলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল। উপস্থিত ছিলেন শাইনা জাভেদ, শাদাব সিদ্দিকী, অসিত সাহা প্রমুখ কংগ্রেস নেতৃবৃন্দ। মধ্য কোলকাতা জেলা কংগ্রেস আয়োজিত এদিনের বিক্ষোভে কংগ্রেস কর্মীরা মশারি নিয়ে রাজপথে মিছিল করে কর্পোরেশনের দিকে এগিয়ে গেলে পুলিশের পক্ষ থেকে তাঁদের বাধা দেওয়া হয়। কংগ্রেস নেতা সুমন পাল জানান, অবিলম্বে ডেঙ্গু মোকাবিলায় কোলকাতা কর্পোরেশন এবং রাজ্য সরকার সক্রিয় না হলে, অতিশীঘ্রই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার মানুষ কোলকাতা কর্পোরেশন ঘেরাও করবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *