তৃণমূল পরিচালিত ঝালদা পৌরসভার বিরুদ্ধে অনাস্থা আনলো কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া,১৩ অক্টোবর’২২ঃ

পৌরসভার বোর্ড গঠনের ছয় মাস পার হতে না হতেই হাতছাড়া হওয়ার মুখে ঝালদার তৃণমূল-পৌর বোর্ড। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ঝালদা পৌরসভার ১২ টি আসনের মধ্যে কংগ্রেস ও তৃণমূল ৫ টি করে আসনে জয়ী হয় এবং নির্দল প্রার্থীরা ২ টি আসনে জয়ী হন। ওই দুই জন নির্দল প্রার্থীই ছিলেন কংগ্রেস সমর্থিত। খুব স্বাভাবিক ভাবেই ঝালদার পৌরবোর্ড গঠন করতে চলেছিলো কংগ্রেস। কিন্তু বোর্ড গঠনের আগেই কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলর তপন কান্দু খুন হন এবং কার্যত পিছনের দরজা দিয়ে পৌর বোর্ড গঠন করে তৃণমূল। পরবর্তী সময়ে খুন হওয়া তপন কান্দুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলে আবার সেখানে কংগ্রেস প্রার্থীই জয়ী হন। ফলতঃ ১২ সদস্য বিশিষ্ট ঝালদা পৌরসভায় ২ জন নির্দল সদস্যের সমর্থন সঙ্গে নিয়ে কংগ্রেসের শক্তি এই মুহূর্তে ৭। পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত জানিয়েছেন, তপন কান্দু-হত্যার পিছনে অন্যতম কারণই ছিলো যেন তেন প্রকারে তৃণমূলের বোর্ড গঠনের চক্রান্ত। নিয়মানুযায়ী পৌর বোর্ডের মেয়াদ ছয় মাস পূর্ণ না হলে অনাস্থা প্রস্তাব আনা যায় না, তাই সেই মেয়াদ পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস ঝালদার তৃণমূলের পৌরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বলে নেপাল বাবু জানিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *