কংগ্রেসের চিন্তন শিবির

নিজস্ব প্রতিবেদন:

রাজস্থানের জয়পুরে বসতে চলেছে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির বিশেষ চিন্তন শিবির। কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, আগামী মে মাসের ১৩ থেকে ১৫ তারিখ, তিন দিন ব্যাপী এই চিন্তন শিবির অনুষ্ঠিত হবে মরুরাজ্য রাজস্থানের উদয়পুরে। রাজনৈতিক, সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন, অর্থনীতি, সংগঠন, কৃষি ও কৃষক এবং যুব শক্তি ও ক্ষমতায়ন -মূলতঃ এই ছটি বিষয়ে পাখির চোখ ক’রে এগুনোর পরিকল্পনা করছে কংগ্রেস। উল্লেখ্য চিন্তন শিবিরে এই বিষয়গুলো নিয়ে গঠনমূলক পর্যালোচনা ও পরিকল্পনা গ্রহণের লক্ষে বিশিষ্ট কংগ্রেস নেতাদের আহ্বায়ক হিসাবে নিযুক্ত করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। সংগঠন উপকমিটির আহ্বায়ক মল্লিকার্জুন খাড়গে,সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন উপকমিটির আহ্বায়ক সলমন খুরশিদ, অর্থনীতি উপকমিটির আহ্বায়ক পি.চিদাম্বরম, সংগঠন উপকমিটির আহ্বায়ক মুকুল ওয়াসনিক, কৃষি এবং কৃষক উপকমিটির আহ্বায়ক ভুপিন্দর সিং হুডা, যুব সমাজ এবং ক্ষমতায়ন উপকমিটির আহ্বায়ক অমরিন্দর সিং ওয়ারিং। দেশে ঘৃণা ও বিদ্বেষ মুক্ত সমাজ গড়ে, মুক্ত চিন্তা ও বহুত্ববাদী নির্যাসকে রক্ষা করে, সকল সামাজিক ন্যায়, যুব সমাজের কর্মসংস্থান, কৃষকদের প্রাপ্য অধিকার রক্ষাব এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের দিশা স্থির করতে এই চিন্তন শিবির উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলেই সারা দেশের কংগ্রেস কর্মী-সমর্থক ও দরদীরা মনে করছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *