দলের হোলটাইমার তপন ব্যানার্জীর আকস্মিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা,১৯ ডিসেম্বর’২২ঃ

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তপন ব্যানার্জী রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। উত্তর কোলকাতার রাজনৈতিক মহলে তপন বাবু ‘তপা দা’ নামেই পরিচিত ছিলেন। কোলকাতার আর জি কর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তপন বাবুর বয়স হয়েছিলো ৭২ বছর। অকৃতদার তপন ব্যানার্জী ছিলেন আক্ষরিক অর্থেই কংগ্রেসের একজন ‘হোলটাইমার’। ভারতীয় রেলের চাকরি ছেড়ে দিয়ে উত্তর কোলকাতায় দলের সংগঠনের কাজে নিজেকে নিযুক্ত করেছিলেন ‘তপা দা’। নিজের ঘর – সংসার- পরিবার বলতে সবটাই ছিলো তাঁর কাছে দলের পার্টি অফিস এবং দল। কোলকাতা কর্পোরেশন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে ১৯৯০ সালে তিনি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। কখনো উত্তর কোলকাতা জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, কখনো জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি হিসাবে যে দায়িত্বই তাঁর উপর বর্তেছে, তপন বাবু সে সব দায়িত্বই আন্তরিকতার সঙ্গে সামলেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি রক্ত দান আন্দোলনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তপন ব্যানার্জীর প্রয়াণে উত্তর কোলকাতার কংগ্রেস কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোমবার উত্তর কোলকাতা জেলা কংগ্রেস সভাপতি রানা রায় চৌধুরী, কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জী, সুমন রায় চৌধুরীরা প্রয়াত নেতার মরদেহে মাল্যার্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *