জামালপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের ভিতর মরা সাপের পর এবার মরা ইঁদুর –বিডিওকে ডেপুটেশন কংগ্রেসের।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান,১০ জুনঃ

মরা সাপের পর এবার মরা ইঁদুর মিললো খাবারের টিনের ভিতর থেকে। গত বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাড়াতল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাগকালাপাহাড় গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিলি হওয়া খাবারের ভিতর থেকে মরা সাপের সন্ধান মেলে। শুক্রবার সেখানে গিয়ে পৌছান কংগ্রেস ও যুব কংগ্রেস কর্মীরা। পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দারের কথায়, সেখানে গিয়ে তাঁদের চক্ষু চড়কগাছ হওয়ার উপক্রম হয়। চরম অব্যবস্থাতো আছেই সাথে সাথে চরম অস্বাস্থ্যকর পরিবেশে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নাবান্না করা হয় বলেই কংগ্রেস কর্মীদের অভিযোগ। শুধু তাই নয় জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সহ উপস্থিত কংগ্রেস কর্মীরা এইদিন জামালপুরের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে খাবারের টিনের মধ্যে থেকে রীতিমতো মরা ইঁদুর খুঁজে পান বলে গৌরব জানিয়েছেন। জামালপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত বিষয়টি জানিয়ে স্থানীয় বিডিও-কে এদিন ডেপুটেশনও দেওয়া হয়। ডেপুটেশনে উল্লেখ করা হয় যে, আগের দিন রান্না হওয়া খিচুড়িতে মরা সাপ পাওয়ার ঘটনার সত্যতা যাচায় করতে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ঘটনাস্থলে গেলে সেখানে তাঁরা খাবার জায়গায় খাবারে টিনের ভিতরে মরা ইঁদুর খুঁজে পান। উল্লেখ্য গত বৃহস্পতিবার রান্না হওয়া খিচুড়ির মধ্যে মরা সাপের সন্ধান পাওয়ার পরেই জামালপুরের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সংবাদের শিরোনামে চলে আসে। ওইদিন ওই খিচুড়ি খাওয়ার পর বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের নিকটবর্তী উপ-স্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

সমস্ত ব্যাপারটির পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সেখ জুলফিকার আলি, গৌরব সমাদ্দার, বাসুদেব রুই, দেব কুমার পালের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দলের পক্ষ থেকে এদিন জামালপুর ব্লকের বিডিও’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *