পান্জাবের জনপ্রিয় নিহত গায়ক মুসেওয়ালার পরিবারের পাশে রাহুল গান্ধী

নিজস্ব প্রতিনিধি, পান্জাব ৯ জুন:

জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা গত ২৯ মে আততায়ীর গুলিতে নিহত হন। তার নিরাপত্তা প্রত্যাহার করেছিল পান্জাবের নবনির্বাচিত আপ সরকার।তারপরই এই হত্যাকান্ডর বিরুদ্ধে ফু্ঁসে উঠেছিল পান্জাবের সাধারন মানুষ।গত ৭ জুন মুসেওয়ালার গ্রামের বাড়ী মুসা গ্রামে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর পরিবারের সাথে দেখা করলেন তিনি।তারপর পান্জাবের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে বললেন ” রাজ্যে শান্তি বজায় রাখার ক্ষমতা নেই এই সরকারের।এই পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এবং আমরা তা করবই।” তার সাথে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতাপ সিং বাজওয়া ও অন্যান্য নেতৃবৃন্দ। রাহুল গান্ধী মুসেওয়ালার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাঁর মা ও পরিবারের সঙ্গে কথা বলেন। পরে জানান এই শোকগ্রস্থ পরিবারকে সমবেদনা জানানোর মত ভাষা তার কাছে নেই।এই রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে তিনি মনে করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *