সরকারকে চ্যালেঞ্জ জানালেন রাহুল

নিজস্ব সংবাদদাতা, দিল্লী,১৭ মার্চ:গতকাল বস্তুত মোদী সরকারকে চ্যালেঞ্জ জানালেন রাহুল গান্ধী। কয়েকদিন ধরে হাস্যকরভাবে সরকারপক্ষ হৈ হট্টগোল করে সংসদ অচল করে রেখেছে বিজেপি সাংসদেরা।তাদের অভিযোগ বিদেশে গিয়ে রাহুল গান্ধী সংসদের ও দেশের অপমান করেছেন। প্রতিদিন এক একজন মন্ত্রী এই বিশৃঙ্খলার নেতৃত্ব দিচ্ছেন যা অভূতপূর্ব। সারা বিশ্বে এর নজির নেই বললেই চলে।এর প্রধান কারন মোদীর সাথে আদানীদের যে অশুভ যোগাযোগ তা ধামা চাপা দেওয়ার অপচেষ্টা। কারন রাহুল প্রতিদিনই এই বিষয় ক্রমাগত তুলে মোদীকে নিয়মিত কোণঠাসা করে দিচ্ছেন।তাই সংসদে এসে রাহুল যাতে তা না করতে পারেন তাই এই পরিকল্পনা।এমত অবস্থায় রাহুল স্পীকার ওম বিড়লার কাছে সংসদ সুষ্ঠুভাবে চালানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করলেন যাতে তিনি সাংসদ হিসাবে সংসদকে অপমান করার অভিযোগের জবাব সংসদেই দিতে পারেন।উনি বিজেপির উদ্দেশ্যে বলেন আপনাদের জন্য দুর্ভাগ্যজনক হল যে আমি একজন সাংসদ,তাই সংসদকে অপমান করার বিষয় যখন তখন আমি সাংসদ হিসাবে সংসদেই আগে তার জবাব দিতে চাই।যদি তা না দেওয়া হয় তাহলে বিশ্ব জেনে যাবে ভারতে এইমূহুর্তে গণতন্ত্র নেই। এরপরেই শুরু হয়ে গেল হোয়াটসআপ ইউনিভার্সিটির উপাচার্য অমিত মালব্যদের মিথ্যা প্রচার। মোদীর মুখের কালো রং ঢাকার কি প্রাণান্তকর প্রচেষ্টা।গৌতম আদানীর সঙ্গে মোদীর সম্পর্ক যো বেশ পাকাপোক্ত আর আদানীদের জন্যে মোদী যে বিভিন্ন দেশে গিয়ে তাদের বরাত দেওয়ার জন্যে চাপ দিয়েছিলেন তার খবর ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে।তাই জনগনের করের টাকায় চলা সংসদ সরকারই চলতে দিচ্ছে না।সত্য সেলুকাস,কি বিচিত্র এই দেশ!

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *