মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত

নিজস্ব সংবাদদাতাঃ

পঞ্চায়েত নির্বাচনের দিন তৃণমূল দলটি কতটা কঙ্কালসার চেহারা নিয়ে দেখা দেবে তা আলোচনার বিষয় হতে চলেছে।যেভাবে প্রতিদিন এই জেলার বিভিন্ন ব্লকে তৃণমূল ও বিজেপির কর্মীরা কংগ্রেসে যোগ দিচ্ছেন তাতে তৃণমূল যে আগামীদিনে এই জেলায় সাইনবোর্ড হয়ে পড়বে তার দেওয়াল লিখন বোধহয় স্পষ্ট হয়ে উঠেছে।আজ এই রক্তক্ষরণ অব্যাহত রেখেই কান্দির আন্দুলিয়া অঞ্চল থেকে ৭০ জন, রানীনগর-২ এবং কালীনগর- ১ ও ২ থেকে ১৭০ জন, মুর্শিদাবাদ ব্লকের কাপাসডাঙা তেঁতুলিয়া থেকে ১৫০ জন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে মেগা যোগদানমেলা সম্পন্ন হয়েছে।পঞ্চায়েত নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলকে ফেলে কংগ্রেস দূর্বার গতিতে এগিয়ে চলেছে।এই জেলায় বিভিন্ন পঞ্চায়েত সমিতি,গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদে জয়ী হওয়ার ব্যাপারে কংগ্রেসের প্রার্থীরা প্রত্যয়ী।তৃণমূলের সর্বপ্রকার হামলা রুখেই কংগ্রেস এই জেলায় পুনরায় নিজেদের জায়গা দখল করতে পারবে বলে আশা রাখা যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *