তৃণমূল দুস্কৃতিদের আক্রমনের ফলে আহতদের পাশে অধীর চৌধুরী

নিজস্ব সংবাদদাতাঃ

নদীয়ার নাকাশিপারায় শিশু মহিলা সহ মোট ১৫ জন গুলিতে আহত। ৫ জনের অবস্থা গুরুতর। ভর্তি শক্তিনগর হাসপাতালে। অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে। বোর্ড গঠনের পরই কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ। সেখানকার মানুষের ভাষায়:”ওরা সবাই বাড়িতেই ছিল। এবার যখন দোকান বন্ধ করতে যাবে তখনই হঠাৎ করে কতোগুলো লোক এসে গুলি করা শুরু করলো। একজনের হাতে গুলি লাগলো। এরপর বাড়ির মহিলারা বেড়িয়ে আসেন আর তাদের উপর ও গুলি করা হয়। তারা গুলি লেগে সব মাটিতে পড়ে গেলো। পাশের বাড়িতে আত্মীয়রা ছিল ওরা বেড়িয়ে আসলে ওদের উপরও গুলি চালানো হয়। তাদের সব গুন্ডারা গুলি চালাচ্ছিল। সবাইকে, যাকে দেখছিল তাকেই গুলি করছিল, মহিলা বাচ্চা সবাইকে। ওরা তৃণমূলের লোক।”গতকালের ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী আজ শক্তিনগর হাসপাতালে আহতদের দেখতে যান ও নদীয়ার এসপিকে ফোন করেন। এসপিকে ফোনে পাওয়া না গেলে তিনি ধর্নায় বসেন এসপি অফিসের সামনে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *