বিধাননগরে *হাত সে হাত জোড়ো*

নিজস্ব সংবাদদাতাঃ

আজ সকালে বিধাননগর টাউন কংগ্রেসের উদ্যোগে এলাকার অন্যতম ব্যস্ত বাজার বিডি মার্কেটের সামনে *হাত সে হাত জোড়ো* কর্মসূচি পালিত হল।

স্বাধীনতার ৭৫ বছর পর আজ দেশ এক চরম সংকটের মধ্যে দিয়ে চলেছে।কংগ্রেসের নেতৃত্বে দেশ শিক্ষা,প্রযুক্তি,স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প,কৃষি,অর্থনীতি,বৈদেশিক নীতি,গণতন্ত্র রক্ষা,সবুজ ও শ্বেত বিপ্লব,পরিকাঠামো,দরিদ্রদের জন্য বিভিন্ন পরিকল্পনা,অসাম্য কমিয়ে আনা প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নতির পর গত দশ বছরে বিজেপি সরকারের আমলে দেশ আজ সর্বক্ষেত্রে পিছিয়ে পড়েছে।এই সময়ে দারিদ্রসীমার নীচে চলে গিয়েছেন ৩০ কোটি মানুষ। ধর্মীয় বিভাজনের নামে এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের বিভেদ সৃষ্টি করছে সরকার ও বিজেপি নেতারা,সংখ্যালঘুদের লক্ষ করে বিজেপি নেতা মন্ত্রীদের ক্রমাগত ঘৃণা ছড়ানো,দেশজুড়ে চাকুরিহারানো পরিবারের কান্না,মুদ্রাস্ফীতি,গণতন্ত্রের সলিল সমাধি আজ দেশকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে গেছে।বিজ্ঞানকে অবজ্ঞা করে অপবিজ্ঞান প্রচার ও তা পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করার হীন অপচেষ্টা, ইতিহাস বিকৃত করে ব্রিটিশ আমলের প্রশংসা,ডারউইনের বিবর্তনবাদকে নস্যাৎ করা আমাদের দেশকে বিদেশের চোখে হীন করে তুলেছে।নারীদের ওপর ক্রমাগত অত্যাচারের বিরুদ্ধে আজ দিল্লীতে বেশ কিছুদিন ধরে দেশের সম্মান রাখা ক্রীড়াবিদেরা ধর্নায় বসে রয়েছেন, কেন্দ্রীয় সরকারের তাতে কোন ভ্রুক্ষেপ নেই।বিদেশে গিয়ে দেশের উপরাষ্ট্রপতির বেফাঁস মন্তব্য আমাদের মুখ ডুবিয়েছে।এইসব ঘটনার বিরুদ্ধে কংগ্রেস ক্রমাগত লড়াই করছে।ইতিমধ্যেই রাহুল গান্ধী ৩৫০০ কিমি পায়ে হেঁটে দেশ সফর করেছেন ভারত জোড়ো যাত্রার মাধ্যমে ।

আজ দেশের মানুষের কাছে কংগ্রেস তাই হাত সে হাত জোড়ো’র বার্তা দিয়ে দেশের প্রতিটি সম্প্রদায়ের,ধর্মের,ভাষাভাষি,অর্থনৈতিক স্তরের প্রত্যেককে একসূত্রে জুড়ে দেশকে আবার এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে চাইছে।বহুত্ববাদকে দেশের মুকুট হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে,যা আমাদের দেশনেতা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু,নেতাজি সুভাষ, চিত্তরন্জন দাস,মৌলনা আজাদ ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, বিবেকানন্দর মত মনীষীরা প্রতিষ্ঠিত করেছিলেন।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধাননগর টাউন কংগ্রেসের সভাপতি সিজার ঘটক,দক্ষিন দমদম টাউন কংগ্রেসের সভাপতি সন্দীপ মুখার্জী, এআইসিসি সদস্য তপন আগরওয়াল,প্রাক্তন এআইসিসি সদস্য ও প্রাক্তন টাউন কংগ্রেস সভাপতি অমিতাভ সিংহ ও বিশ্বনাথ ঘোষ,১১৬ বিধাননগর যুব কংগ্রেস সভাপতি মৃগাঙ্ক মল্লিক,কংগ্রেস নেতা জলজ বাহাদুর সিং,সুশান্ত মন্ডল,অশোক সরকার,রবি বাগ,কেষ্ট মুন্ডা,টাউন মহিলা কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য, সুতপা মিত্র প্রমুখ।

এরপর কর্মীদের একটি মিছিল এলাকা পরিক্রমা করে ও বাজারের প্রতিটি দোকানী ও ক্রেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *