বিধাননগর কংগ্রেসের উদ্যোগে ব্যালটের মাধ্যমে ভোটের দাবীতে বাইপাসে পথ অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি :

আজ বিধাননগর টাউন কংগ্রেস ও যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে দেশজুড়ে ইভিএম জালিয়াতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় ও সল্টলেক ও বাইপাস সংলগ্ন রাস্তায় কুড়ি মিনিট অবরোধ করা হয়। নো ব্যালট,নো ইলেকশন এবং নির্বাচন কমিশনকে ঠুঁটো করে মোদী সরকার গণতন্ত্র ধ্বংস করছে লেখা প্লাকার্ড হাতে কংগ্রেস কর্মীরা বাইপাসে শুয়ে পড়ে যানবাহন চলাচল স্তব্ধ করে দেয়।দেখা গেছে মোদী সরকার নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে বেশ কয়েকটি নির্বাচনে জয়ী হয়েছে। সাম্প্রতিককালে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে বিধানসভা নির্বাচনে ইভিএম এর প্রাপ্ত মোট ভোটের সঙ্গে মোট ভোটদানের মধ্যে প্রায় ৭০ লক্ষের ফারাক ধরা পড়ে। বিরোধী দলগুলি গত কয়েকবছর ধরেই ইভিএম মেশিনে জালিয়াতির অভিযোগ করে আসছিল।বিভিন্ন দেশেও ইভিএম মেশিনে ভোট থেকে পুনরায় ব্যালট পেপারে ভোট গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই পদ্ধতি ফুল প্রুফ তো নয়ই বরং এই প্রযুক্তিতে কারচুপি ও জালিয়াতি করাটা বর্তমানে অতি সহজ।এই অবরোধে নেতৃত্ব দেন রাজ্য কংগ্রেসের নেতা অমিতাভ সিংহ,টাউন কংগ্রেসের সভাপতি সিজার ঘটক,বিধাননগর টাউন যুব কংগ্রেসের সভাপতি মৃগাংক মল্লিক,মহিলানেত্রী দীপান্বিতা মুখার্জী, বিশ্বজিৎ গোস্বামী, সুশান্ত বর,সুশান্ত মন্ডল,শিবানী মুন্ডা,কেষ্ট মুন্ডা,ঋক উপাধ্যায় প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *