পশ্চিম মেদিনীপুরের বিজয় মিছিল

নিজস্ব সংবাদদাতাঃ

কর্নাটকে বিধানসভা নির্বাচনের ফলাফল আজ প্রকাশিত হয়েছে। নির্বাচনের ফলে পরিষ্কার দেখা যাচ্ছে যে জাতীয় কংগ্রেস সম্পূর্ণ এককভাবে কর্নাটকে সরকার গড়ার পথে এগিয়ে চলেছে। এই বিপুল জয় ভারতবর্ষে মোদি সরকারের ব্যর্থতা ও অপদার্থতার বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের এগিয়ে চলার পথ খুলে দিল।কর্ণাটকের এই বিপুল জয়ের স্মরণে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে আজ একটি বিরাট মিছিল সমস্ত মেদিনীপুর শহর পরিক্রমা করে এবং শহরের বিভিন্ন জায়গায় পথসভায় কংগ্রেস নেতারা বক্তব্য রাখেন এবং সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করা হয়।সম্প্রতি যে তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচন হ’লো, ত্রিপুরা, হিমাচল প্রদেশ ও কর্ণাটক – সেখানে হিমাচল প্রদেশে আমরা একা লড়েছি এবং জয় পেয়েছি। কর্নাটকে আমরা একা লড়েছি এবং জয়লাভ করেছি। আর ত্রিপুরাতে আমরা সিপিএমের সঙ্গে জোট করেছি, আমাদের গোহারান হারতে হয়েছে। সুতরাং বলা যেতেই পারে যে আগামী দিনে কর্নাটক মডেল অর্থাৎ একা লড়ার মাধ্যমেই কংগ্রেস আবার তার স্বমহিমায় ফিরে আসবে। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায়, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জীব দত্ত এবং শ্রী শ্যামল ঘোষ, শহর কংগ্রেসের সভাপতি শ্রী অশোক দে, জেলা কংগ্রেসের সহ-সভাপতি শ্রী শান্তি দত্ত এবং তীর্থঙ্কর ভকত, প্রবীণ কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ। কংগ্রেসের এই বিপুল জয়ে কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *