বিধানভবনে কংগ্রেস বার্তা-আন্দোলন.ইন এর উৎসব সংখ্যা প্রকাশ ও বিজয়া সম্মেলন

নিজস্ব সংবাদদাতাঃ

গতকাল সন্ধ্যায় বিধানভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রন্জন চৌধুরী আনুষ্ঠানিকভাবে প্রদেশ কংগ্রেস মুখপত্র কংগ্রেস বার্তা-আন্দোলন. ইন এর উৎসব সংখ্যা প্রকাশ করলেন।বিভিন্ন ধর্মালম্বী মানুষের বিভিন্ন উৎসবের কথা মাথায় রেখে এই সংখ্যার নামকরণ হয়েছে।বস্তুত ইদ্ থেকে শুরু করে বড়দিন পর্যন্ত এই উৎসবের রেশ বজায় থাকে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য,আন্দোলন.ইনের সম্পাদকমন্ডলীর প্রধান দীপ্তিমান ঘোষ,কার্যকরী সম্পাদক অমিতাভ সিংহ,সাধারন সম্পাদক প্রীতম ঘোষ,আশুতোষ চ্যাটার্জী,সাইনা জাভেদ,সহ – সভাপতি অসিত মিত্র,সুখবিলাস বর্মা,কৃষ্ণা দেবনাথ ও আবদুস সাত্তার,মহঃমোক্তার,বাদল ভট্টাচার্য, কংগ্রেস বার্তা ও আন্দোলন.ইনের সহ সম্পাদক ও প্রদেশ কংগ্রেস সাংস্কৃতিক সেলের সভানেত্রী লিপিকা ঘোষ, বিভিন্ন জেলা কংগ্রেস সভাপতি রানা রায়চৌধুরী,সুমন পাল,প্রদীপ প্রসাদ,অমিত মজুমদার,জয়ন্ত দাস,অসীম সাহা,তপেশ মজুমদার,প্রদেশ কংগ্রেস সম্পাদক (ইনচার্জ- সংগঠন ) নিলয় প্রমানিক, আইএনটিইউসির সভাপতি কামারুজ্জামান কামার,মিডিয়া আউটরিচ বিভাগের চেয়ারম্যান সৌম আইচ,তপন আগরওয়াল,সুমন রায়চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।উপস্থিত ছিলেন প্রাবন্ধিক সৈয়দ কাওসর জামাল।আর উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার অগণিত কর্মীরা।
অধীর চৌধুরী তার বক্তব্যে এই পত্রিকা নিয়মিতভাবে প্রকাশ করার কথা ঘোষনা করেন।এই পত্রিকা প্রকাশের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানান।অমিতাভ সিংহ বলেন বিশিষ্ট লেখকের লেখনীতে সমৃদ্ধ এই সংখ্যাটি,তাই প্রতিটি লেখককে কৃতজ্ঞতা জানাই। এই সংখ্যায় যেমন প্রয়াত নেতা প্রিয়রন্জন দাসমুন্সীর কবিতা আছে তেমনি প্রয়াত কবি সুভাষ মুখোপাধ্যায়ের গল্প ও শক্তি চট্টোপাধ্যায় ও তরুন সান্যালের কবিতার পুনর্মুদ্রিত করা হয়েছে।রয়েছে রতন খাসনবীশের ব্যাঙ্কিং ব্যবস্থার ওপর নিবন্ধ, বিজেপির মিথ্যা প্রচারের বিরুদ্ধে সত্য উৎঘাটন করেছেন শান্তনু দত্তচৌধুরী, অন্যান্য বিষয়ের ওপর বিশেষ নিবন্ধ লিখেছেন দিলীপ চক্রবর্তী,ল্যাডলী মুখোপাধ্যায়,পবিত্র সরকার,অমর মিত্র, কুমুদ ভট্টাচার্য, দেবপ্রসাদ রায়,সমীর রায়, অর্ণব সাহা,মীরাতুন নাহার,অশোক ভট্টাচার্য, সুজিত দে,অমৃতা চক্রবর্তী দেব,অনুপম কান্জিলাল,শংকর আচার্য প্রমুখ প্রাবন্ধিকের।কৃষ্ণা বসু,শতরূপা সান্যাল, ঋজুরেখ চক্রবর্তী,শ্যামলকান্তি দাসের মত বহু কবির কবিতার ডালি দিয়ে সাজানো যেমন হয়েছে তেমনি সন্জীব চট্টোপাধ্যায়, নলিনী বেরা,যীশু চৌধুরীর মত গল্পকারদের কয়েকটি গল্প পত্রিকার জৌলুশ বাড়িয়েছে।এই পত্রিকা নির্মানে যুগ্ম কার্যকরী সম্পাদক অমিতাভ সিংহ ও অশোক ভট্টাচার্য ছাড়াও বিশেষ যুগ্ম সহ সম্পাদক লিপিকা ঘোষ ও সুজিত দের অবদান অনস্বীকার্য। প্রদেশ কংগ্রেসের সহ সভাপতির দীপ্তিমান ঘোষের প্রবল উৎসাহ উল্লেখযোগ্য।
এরপর বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রদেশ কংগ্রেস সাংস্কৃতিক শাখার আয়োজনে স্বর্ণযুগের গান উপস্থাপনা করেন দৃষ্টিহীন শিল্পী স্বপন ভট্টাচার্য ও রাজু ভট্টাচার্য। দুজনেই রাস্তায় বা ট্রেনে গান পরিবেশন করে থাকেন। সুগত দাসের কন্ঠে বিভিন্ন শিল্পীর গান উপস্থিত শ্রোতাদের মোহিত করে।কৃষ্ণা দেবনাথের বলিষ্ঠ ও সুমধুর কন্ঠে আবৃত্তি দর্শকদের কাছে গ্রদহনযোগ্যতা পায়।সুন্দর অনুষ্ঠানটি অনুস্থাপন ও পরিচালনা করেন প্রদেশ কংগ্রেস সাংস্কৃতিক বিভাগের প্রধান লিপিকা ঘোষ।
অনুষ্ঠান শেষে লুচি ঘুঘনী আলুরদম বোঁদে সহযোগে বিজয়ার মিষ্টিমুখ উদযাপন।সভাপতি অধীর চৌধুরীকে আনন্দ সহকারে কর্মীদের সঙ্গে মিষ্টিমুখ অনুষ্ঠানে অংশগ্রহন করতে দেখা যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *