পূর্ব মেদিনীপুর

নিজস্ব সংবাদদাতাঃ ২৩ মেঃ

কৃষকদের জীবন জীবিকা রক্ষায় কেলেঘাই নদী সংস্কার ও নদীচরে জবরদখল নিয়ে মংলামাড়ো উৎসব ভবনে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।পূর্ব মেদিনীপুর জেলা কিষাণ কংগ্রেস ও পটাশপুর-১নং ব্লকের কংগ্রেসের উদ্যোগে এই আলোচনাসভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মানস কর মহাপাত্র, প্রাক্তন সভাপতি জনাব আনোয়ার আলী, রাজ‍্য কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তপন দাস ও সম্পাদক শুভেন্দু পাত্র,জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বারিদবরন মহান্তি, সাধনকান্তি উত্থাসনী, সম্পাদক শম্ভু ভূঞ‍্যা। সভাপতিত্ব করেন জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তথা পটাশপুর -১নং ব্লক কংগ্রেস সভাপতি শঙ্কর বল্লভ।মানসবাবু বলেন, ২০০৮ ও ২০২১ সালের কেলেঘাইএর বাঁধভাঙা বন‍্যার ভয়াবহ স্মৃতি রোমন্থন করতে গিয়ে পটাশপুর ও ভগবানপুরের বন‍্যাপীড়িত মানুষ আজও শিউরে উঠছেন। নদী এখানে সুতি খালে পরিনত হয়েছে। মুলতঃ অবৈধ ইটভাটা আর মাছের ভেড়ী নদীখাত অবরুদ্ধ করে রেখেছে। অতি বর্ষণের সময় স্বাভাবিক জলস্রোত বাধা পায়। শাসকদলের নেতা এবং প্রশাসনের প্রত‍্যক্ষ মদত ছাড়া এই অবৈধ কারবার সম্ভব নয়। ২০১২ সাল থেকে কিছুটা কাজ হওয়ার পর ২০২০ সাল পর্যন্ত নদীবাঁধ ভাঙেনি। পরে অবৈধভাবে মাটি পাচার, কিছু এলাকায় মুলতঃ অবৈধ ইটভাটা আর মাছের ভেড়ী নদীখাত অবরুদ্ধ হওয়ার কারণে ২০২১ সালে তালছিটকিনিতে বাঁধ ভেঙে পটাশপুর ও ভগবানপুরের সাধারণ মানুষ সর্বশান্ত হলেন। এতো ক্ষতি হওয়া সত্ত্বেও রাজ‍্য সরকার বন‍্যায় ক্ষতিগ্রস্ত এলাকাকে বন‍্যা কবলিত বলে ঘোষণা করেনি।এখন প্রধান নদীখাত তথা ছোটবড় সমস্ত খালগুলোতে প্রচুর পরিমানে পলি সঞ্চয় ঘটেছে। নদীখাতের প্রধানত অবৈধ ইঁটভাটা, মৎস্য ভেড়ী কেলেঘাই নদীর বন্যার স্মৃতি ফিরিয়ে আনছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *