দেশের ৬ রাজ্যর বিধানসভার উপনির্বাচনে ৪ টি রাজ্যেই জয় বিরোধীদলের।

নিজস্ব সংবাদদাতাঃ

গত ৫ সেপ্টেম্বর দেশের ৬ টি রাজ্যের মোট ৭ টি আসনে উপনির্বাচন হয়।তার মধ্যে চারটি আসনে জয়ী হয় বিরোধী দলের প্রার্থীরা।তিনটি আসনে জয়ী হয় বিজেপি প্রার্থীরা।সবথেকে আলোচিত কেন্দ্র ছিল উত্তরপ্রদেশের ঘোসি বিধানসভার আসনটি।এইকেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিজেপির দারা সিং কে পরাজিত করেন সমাজবাদী পার্টির প্রার্থী সুধাকর ৪২৭৫৯ ভোটে।এই কেন্দ্রে সত্যিকারে ইন্ডিয়া জোট হয়েছিল।ফলে জয় এসেছে এত সহজে ও এত ভোটের ব্যবধানে।ঝারখন্ডের ডুমরি আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জয়ী হয়েছে এজেএসইউ এর প্রার্থীকে প্রায় সতের হাজার ভোটে।পশ্চিমবঙ্গের ধূপগুড়ি আসনটি বিজেপির হাত থেকে কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস।কেরলার পুথুপল্লী আসনটিতে কংগ্রেস প্রার্থী চান্ডী ওম্মান ৩৭৭১৯ ভোটে হারিয়েছেন সিপিআইএম প্রার্থীকে।এই কেন্দ্রে সিপিআইএমের ২২ জন মন্ত্রী ও মুখ্যমন্ত্রী বিজয়ন বহু সভা করেও এত বেশী ভোটে পরাজিত হলেন।বিজেপি জয়ী হয়েছে ত্রিপুরার বক্সানগর ও ধনপুর বিধানসভা নির্বাচনে।বিরুদ্ধে প্রার্থী ছিল সিপিআইএম।উত্তরাখণ্ডের বাগেশ্বরী কেন্দ্রে বিজেপির পার্বতী দাস অতি অল্প ভোটে ( ২৪০৫ ভোট)কংগ্রেস প্রার্থী পরাজিত করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *