আর এস এস বা মোহন ভাগবতকে হিন্দুত্বের প্রতীক বলে মনে করি না- অধীর চৌধুরী

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৯ অক্টোবর : গতকাল এক সাংবাদিক সম্মেলনে আরএসএস ও তার প্রধান মোহন ভাগবতের তীব্র সমালোচনা করে বলেন তারা হিন্দুত্বের প্রতীক বলে নিজেদের প্রতিপন্ন করতে চাইলেও কংগ্রেস তাদের সাচ্চা হিন্দু বলে মনে করে না।আজ তারা হিন্দুরাষ্ট্র করতে চাইছে বলেই মুসলমানদের নিয়ে চলার কথা বলছে।দেখাতে চাইছে হিন্দু মুসলীম সবাই ভারতকে এভাবেই দেখতে চায়।তিনি বলেন আমরা বিবেকানন্দ, রামকৃষ্ণ, নজরুল,রবীন্দ্রনাথের পথে চলতে অভ্যস্ত। এদের কাছে হিন্দুত্বের ও সামগ্রিক ধর্মনিরপেক্ষ ভাবধারার পাঠ নিতে চাই,ভাগবতদের কাছে নয় কারণ আমরা মানুষের রাজনীতির পক্ষে,ধর্মের রাজনীতির নয়।সংবিধানের সমানাধিকার ও হিন্দুত্বের উদারতার পূজারী আমরা যা আরএসএস নয়।আমরা সকলকে নিয়ে চলি,আর আরএসএস রা বিভেদ তৈরী করে।তারা বলে হিন্দুরা শ্রেষ্ঠ বাকিরা ক্রীতদাস।আমরা এই ধারনার প্রতি কখনই সহমত নই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *