প্রদেশ কংগ্রেসের সাগর থেকে পাহাড় পদযাত্রা ঘিরে তৈরি হচ্ছে উন্মাদনা 

নিজস্ব প্রতিবেদন, কোলকাতা,১৩ অক্টোবরঃ 

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ২৮ শে ডিসেম্বর। চলতি বছরের ওই দিনেই পশ্চিমবঙ্গের বুকে শুরু হতে চলেছে ‘সাগর থেকে পাহাড়’ পদযাত্রা ; ‘ভারত জোড়ো যাত্রা’র অংশ হিসাবেই এই কর্মসূচী গ্রহণ করা হচ্ছে বলে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সংগঠনের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ-অর্গানাইজেশন,ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটি নিলয় প্রামাণিক জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুর, হাওড়া,কোলকাতা, উত্তর ২৪ পরগণা, নদীয়া,মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর হয়ে দার্জিলিং জেলায় এই পদযাত্রা শেষ হবে। নিলয় বাবু আরো জানিয়েছেন যে সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে এই পদযাত্রা সফল করার লক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আছেন –নেপাল মাহাত, অসিত মিত্র, মনোজ চক্রবর্তী, শুভঙ্কর সরকার, শংকর মালাকার, আশুতোষ চট্টোপাধ্যায়, তাপস মজুমদার, সৌম্য আইচ রায়, রানা রায় চৌধুরী, মহঃ মোক্তার, নিলয় প্রামাণিক, সুমন পাল। প্রদেশ কংগ্রেস সূত্রে আরো জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গের মানচিত্রের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত ভৌগোলিক অবস্থান বিচার করে এই পদযাত্রার জন্য একটি নির্দিষ্ট রুট প্রস্তুত করা হয়েছে, এর ফলে কিছু জেলার উপর দিয়ে এই যাত্রা হয়ত যাবেনা ; কিন্তু যে সব জেলার উপর দিয়ে এই পদযাত্রা যাবেনা সেই সব জেলার কর্মী-সমর্থক এবং নেতৃত্বও এই যাত্রায় অংশ নেবেন।

( ছবিঃ ফাইল থেকে সংগৃহীত)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *