বিজেপির চিন্তা বাড়িয়ে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা এগিয়ে চলেছে

কৌশিক রায়:

মাত্র দুদিনের মধ্যে উত্তরপ্রদেশ ও দিল্লীতে ইন্ডিয়া জোটের সর্ববৃহৎ দল কংগ্রেস তাদের শরিক সমাজবাদী পার্টি ও আপের সঙ্গে লোকসভা নির্বাচনের জন্য আসন সমঝোতা করে নিল। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোটে লড়তে চলেছে কংগ্রেস। সমাজবাদী পার্টি লড়বে ৬২ টি আসনে। কংগ্রেস লড়বে ১৭ টি আসনে। বাকী একটি আসন রাখা হয়েছে ছোট দলের জন্য। অন্যদিকে দিল্লীতে সাতটি আসনে কংগ্রেস লড়বে তিনটি আসনে।আপ লড়বে চারটি আসনে। কংগ্রেস সমাজবাদী পার্টিকে অন্য রাজ্যে কয়েকটি আসন ছেড়ে দেবে বলে স্থির হয়েছে। আবার আপকে হরিয়ানা,গুজরাট ও অসমে আপকে আসন ছাড়ার কথা আছে কংগ্রেসের। পান্জাবে প্রধান বিরোধী দল কংগ্রেস হওয়ায় সেখানে কোন জোট হচ্ছে না। গতকাল পান্জাব হরিয়ানা সীমান্তে কৃষকদের ওপর গুলি চালনায় কৃষক মৃত্যুর পর আকালি দলের সঙ্গে বিজেপির যে কোনরকম আসন সমঝোতা হবে না তা পরিষ্কার।
মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে সামনের দু একদিনের মধ্য আসন সমঝোতার ঘোষনা হয়ে যাবে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

উত্তরপ্রদেশে যে আসনগুলোতে কংগ্রেস লড়বে সেগুলি হলো,
(১) অমেঠী
(২) রায়বেরেলি
(৩) বারাণসী
(৪) কানপুর
(৫) শাহারানপুর
(৬) মথুরা
(৭) বরাবাঙ্কি
(৮) ঝাঁসি
(৯) বুলান্দশহর
(১০) ফতেহপুর সিক্রী
(১১) এলাহাবাদ / প্রয়াগরাজ
(১২) মহারাজগঞ্জ
(১৩) দেওরিয়া
(১৪) সীতাপুর
(১৫) বাঁশগাঁও
(১৬) আমরোহা
(১৭) গাজিয়াবাদ

দিল্লীতে কংগ্রেস লড়বে উত্তর দিল্লী,পূর্ব দিল্লী ও চাদনী চক আসনে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *