কংগ্রেসের ব্যাঙ্ক একাউন্টগুলি ফ্রীজ করে বিজেপি প্রমাণ করল তারা ভয় পাচ্ছে

বিশেষ সংবাদদাতাঃ

নির্বাচনের আগে কংগ্রেসকে চারিদিক থেকে অগণতান্ত্রিক আক্রমন করে চলেছে বিজেপি সরকার। আগে বিরোধী নেতাদের ওপর সিবিআই, ইডি বা আয়কর লেলিয়ে দিয়ে তাদের ভয় দেখিয়ে তাদের লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা অনেকাংশে সফলও হয়েছিল।যেমন মায়াবতী। কিন্তু সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর বিরুদ্ধে এসব করেও কিছু করতে না পেরে গত সপ্তাহে কংগ্রেসের দলীয় ব্যাংক একাউন্ট ফ্রীজ করে দেয় আয়কর দপ্তর।স্বাধীন ভারতে এই প্রথমবার কোন রাজনৈতিক দল বিশেষ করে শতাব্দী প্রাচীন দলের ওপর এই অনৈতিক আক্রমন নেমে এল। দলের চারটি একাউন্ট থেকে ৬৫.৮৯ কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ করলেন দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন। এই একাউন্টগুলোর মধ্যে রয়েছে যুব কংগ্রেস, ছাত্র শাখা এনএসইউআই এর একাউন্ট।
গত ১৬ ফেব্রুয়ারি প্রথমে এই বিষয়টি জানা যায় যখন একাধিক ব্যক্তি বা সংস্থাকে দেওয়া চেক বাউন্স করে। দলীয় দপ্তরের কর্মীদের মাহিনা,বিদ্যুতের বিল ইত্যাদি দেওয়া বন্ধ হয়ে যায়। আয়কর ট্রাইবুনালের নির্দেশে আবার একাউন্টগুলি চালু করাও হয়।এরপর গত ২১ তারিখে দেখা যায় যে এই একাউন্টগুলি থেকে প্রায় ৬৬ কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। এখন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে। এই কর্মসূচীকে বানচাল করা ছাড়াও আগামী নির্বাচনে কংগ্রেসকে বেকায়দায় ফেলতেই যে বিজেপির এই নিম্নরুচির অগণতান্ত্রিক চাল এতে কোন সন্দেহ নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *